নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

হয়তো একটা কবিতা...

৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৪



অনেক গ্রুপে যোগ দিয়েছি কিন্তু কোনো গ্রুপেই আমার কবিতা এপ্রুভ হয় না, কেন হয় না তা আমি জানি। প্রেম সাগরে ডুবে যারা ভাস্যমান লাশ হয়েছে তাদের জন্য আমি কবিতা লিখতে পারি না। তো কী হয়েছিল, কদ্দিন আগে বিটলামি করে একটা কবিতা লেখার বৃথা চেষ্টা করেছিলাম, মানে ব্যথার গাথা আরকি...

"লোভ"
আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম,
কিন্তু তুমি যা চেয়েছিলে তা আমার আয়ত্তে ছিল না,
তখন তুমি জাননি সবকিছু সবার আয়ত্তে থাকে না,
সবকিছু পাওয়ার লোভ এখন আর আমার মনে নেই।

কপালগুণে এই কবিতা এপ্রুভ হয়েছিল এবং আমি কাজে চলে গিয়েছিলাম। আমি এখন টেক্সি চালাই। যাক, এক যাত্রীকে নিয়ে যাচ্ছিলাম। তরুণী মহিলা মোবাইলে কথা বলছি। আশ্চর্যের বিষয় হলো, চার লাইনের লেখা ছিল উনার আলোচ্য বিষয়। নেমে যাওয়ার সময় শুধু বলেছিলাম, don't let anyone control you and don't let anyone ruin your happiness. মহিলা কেঁদে কেঁদে বলেছিল, I am sorry, you had to listen to all this.

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা আরো আশ্চর্যের বিষয় হলো, ইংলিসরাও ছেলেবৌকে নির্যাতন করে!

২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: গ্রুপ গুলো কবিতা মুক্তি না দিলেও সমস্যা নাই। সামু আছে। সামুতে দেন।

৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আইচ্ছা, তয় সমস্যা হলো সামুতে কেউ কিচ্ছু পড়ে না খালি জনপ্রিয় হতে চায়, ইহা বহুত পরীক্ষিত।

যাক, আপনি কেমন আছেন?

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার কবিতার Philosophical value আছে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: You are a true philosopher.

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কাউকে আপনি নিয়ন্ত্রণ করতে দেবেন না এবং কাউকে আপনার সুখ নষ্ট করতে দেবেন না।
পুরো পোস্টটা মনে ধরে গেল !

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সার্বিক সফলতা কামনা করি।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১

শূন্য সারমর্ম বলেছেন:

প্যান্ডোরার বক্স খুলে নিয়ন্ত্রণ গেম খেলা অনেক কঠিন।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যার কথা লিখেছি উনি আমার মেয়ের বয়সী এবং ইংলিস। উনার কথোপকথনে আমি আশ্চর্য হয়েছিলাম। খেলার খবর আমি জানিনা তবে বাস্তবে প্রিয়জনরাই আমাদেরকে নিয়ন্ত্রণ করে, ইমশনালি ব্লাকমেইল করে। নির্যাতিতরাও সহ্য করে। আজব দুনিয়া।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২

জ্যাকেল বলেছেন: ভালো তো, ভাল না?

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতার কথা বলেছেন নাকি?

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৫

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন: কবিতার কথা বলেছেন নাকি?
সব কিছুর কথা ভাইসাহেব।
অ:ট:, প্রথম পাতায় আপনার একাধিক পোস্ট। ইহা ব্লগীয় নীতিমালায় না বলা হইয়াছে, খিয়াল রাইখেন।

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে একটা সরিয়ে নেব

৮| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সবকিছুই নিয়ন্ত্রণ করেন ইশ্বর । আমিও ইচ্ছে করেই অন্যের হাতে বাধা পরি । ধোকা না হলে বাধায় না পড়লে জীবনের মজা পাই না ।
আপনার কথায় সায় দিতে পারলাম না , কারণ আমি রোবট না ।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি অসাধারণ।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:২৪

সোবুজ বলেছেন: বলে দিন,আমিতো বালা না বালা লইয়া থাইক্কো।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালা মানুষ, মন্দের সাথে দূরত্ব বজায় রাখি।
আমারে যে মন্দ ভাবে, তারে আমি সালাম করি।

১০| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮

জটিল ভাই বলেছেন:
অসাধারণ...

০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার জন্য বছর শুভ হোক।

মন্তব্যের জন্য আপনাকে ধন্যাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.