নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

মনোবৃত্তি

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৫



(গদ্য)
কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য হলো মানুষের স্বাভাবিক গুণ। নিষ্কাম, অক্রোধ, নির্মোহ, নির্লোভ, নিরহংকার, পরহিতৈষণা হলো অস্বাভাবিক গুণ। এক রিপু নিষ্ক্রিয় হলে মানুষ অস্বাভাবিক হয়। কয়েক রিপু নিষ্ক্রিয় হলে মানুষ ভোগবাসনাবিমুখ হয়। ষড়রিপুরা নিষ্ক্রিয় হলে মানুষ নির্জীব হয়। মাত্রাধিক বাড়াবাড়ি করলেও ষড়রিপুরা সংসারীকে সক্রিয় রাখে। মনের সাথে মোহের সম্পর্ক এবং অন্যসব রিপু মোহের সাথে সম্পৃক্ত এবং কাম হলো প্রাকাম্যের নিয়ন্তা। মোহান্ধ মন মানত করে। মানসে মানুষের মানসতা বদলে। মনোরঞ্জনের জন্য মনোজ সরঞ্জামের প্রয়োজন। মনোমালিন্যে মনোবল নষ্ট হয়। সহিংস মনোভাবে মনোবিকার হয়, মনোমদে সত্তা হয় বিবাদী। মানসিক ব্যাধি এবং মানসিক অশান্তির কারণ হলো মানস। মানসভ্রমণে সত্তা বিভ্রান্ত হয়। মনস্তাপে মনোবৃত্তি বদলে। মনস্তুষ্টির জন্য মনস্থির করে মনোযোগের জন্য মনোনিবেশ করতে হয়।

© Mohammed Abdulhaque

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৯

জটিল ভাই বলেছেন:
অস্থির জটিল কথাবার্তার জন্যে জটিলবাদ গ্রহণ করুন প্রিয় ভাই।
তা, গাধার রিপু নিয়ে কি কোনোরূপ গবেষণা করেছেন? :P

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এত্টুকু জানি রাগলে ওরা কামড়ায় এবং কামার্ত হলো সামনে যা দেখে তার সাথে কামকেলি করতে চায়। (হাহাহাহা)

এসব আমি ভিডওতে দেখেছি।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর। শেষ লাইনটা খুবই ভালো লেগেছে++
শুভকামনা আপনাকে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:০২

সোবুজ বলেছেন: রিপু জিনিসটা কি?

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রিপু2 [ ripu2 ] বি. 1 শত্রু; 2 কাম ক্রোধ লোভ মদ মোহ ও মাৎসর্য-মানুষের শরীরস্থ এই ছয় শত্রু। [সং.রপ্ + উ]।

৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪১

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক,




মনো্বৃত্তির সঠিক সমীক্ষণ।
কঠিন সমীক্ষণে মনো্বৃত্তির বৃ্ত্ত পরিধি এঁকে গেলেন!

০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সত্যি কঠিন লেখক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.