নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের লাগি কলম ধরি\nমিথ্যাকে করি বিনাশ,\nসত্যের বাধা যতই থাকুক\nমিথ্যার হবে সর্বনাশ।

এন এম মিলন

সত্যের লাগি কলম ধরি মিথ্যাকে করি বিনাশ,সত্যের বাধা যতই থাকুক মিথ্যার হবে সর্বনাশ।

এন এম মিলন › বিস্তারিত পোস্টঃ

ডাষ্টবিনেতে দিলে-

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:৫০

ডাষ্টবিনেতে দিলে-(এক মুঠো আলো কাব্য সংকলন)
নুরমোহাম্মদ(মিলন)

মা'গো তুমি কেন আমায়
তোমার গর্ভে নিলে?
প্রসব করে আমায় মা'গো
ডাস্টবিনেতে দিলে।।

তোমার খানিক ভুলের জন্য
বাবা একটুখানি সুখি,
বাবার মিথ্যে মিথ্যে প্রেমই
আমি হলাম দু:খি।।

আমার কি দোষ বলো মা'গো?
করিয়াছি কি পাপ?
এত দু:খ কস্ট দিচ্ছো
এটা কেমন মা-বাপ।।

ডাষ্টবিনে মরতেছি আমি
মা'গো তুমি কোথায়?
একটু এসে মা'গো তুমি
বাঁচাওনা'গো আমায়।।

মা'গো তুমি আসলেনা আর
এলো আরেক প্রিয় মা,
যার উসিলায় বাচলাম আমি
দয়াময়ী সে মা।।

যে সমাজের ভয়ে মা'গো
অাবর্জনায় দিলে,
সে সমাজের মানুষ মা'গো
আমায় নিলো তুলে।।

সমাজকে ডর-ভয় পাও মা'গো
খোদাকে ভয় পাওনা,
লম্পট প্রেমিক বিশ্বাষ করো
খোদার দিদার চাওনা।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

মীর সজিব বলেছেন: দৈনিক নয়াদিগন্ত সাংবাদিক আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো ল

২| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:০১

এন এম মিলন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই সজিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.