নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

আগ্রাসী নয়ন

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৩



তোমার শহরে রঙিন আলো
আমার শহর আঁধার-কালো ।

যে নয়নে ছিল আলো, কেন তা আগ্রাসী হল?
জ্বালিয়ে দিয়ে গেছো, জ্বলনি তুমি তাতে

সেকি আর দুনিয়ার আগুনে জ্বলে
ভেঙ্গেছে হৃদয়, জ্বলেছে মন।

এ কথা আমার এ ব্যাথা আমার।
না পারি বলিতে না পারি সহিতে
এই পথিকের বা কি হবে?

তুমি সত্যই বড় ভাগ্যবতী ভুল করেও ধরনি ,
এই অভাগার হাতটি।

মন্তব্য ৬৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১০

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা , পাঠে খুবই ভাল একটি অনুভুতি হয়েছে ।
ভাল লাগা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল। ভাই

২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: তুমি সত্যেই বড় ভাগ্যবতী ভুল করেও ধরনি ,
এই অভাগার হাতটি।

তুমি ধরেছ কার হাত তা জান ?

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: যাদের বহুগামী হৃদয় তাদের কি, আর হাতে অভাব হয় ??
আমার হাত কোন ধরার ইচ্ছা নাই।

আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪২

মশিউর বেষ্ট বলেছেন: ভালো লাগল

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৯

মঈনউদ্দিন বলেছেন: দারুন লেখছেন, ভাল লাগছে

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লেগেছে, জেনে ভালো লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

৫| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৩

ফয়েজ উল্লাহ্‌ রবি বলেছেন: ভাল লেগেছে।
"তুমি সত্যেই বড় ভাগ্যবতী ভুল করেও ধরনি ,
এই অভাগার হাতটি।"
এই লাইন না থাকলে কবিতা হয়ে উঠতো না।
আধাঁর< আঁধার।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:১১

শাহরিয়ার কবীর বলেছেন: এডিট করে দিয়েছি ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

৬| ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:২২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২২

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

৭| ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:০৫

অভি চৌধুরী বলেছেন: অনেক সুন্দর কবিতা তবে কষ্ট বেশি, কবিতা গান কষ্ট ভালো লাগেনা, শুধু প্রেম ভালোবাসা চাই তাতে :)

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: প্রেমের বাজার মন্দা..........।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

৮| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বিরহ তো অনেক হলো শাহরিয়ার ভাই। এবার কিছু রোমান্টিক লিখুন। কবিতা ভালো হইছে।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: রোমান্টিক লিখতে হলে প্রেমে পড়তে হবে !!!
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

৯| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবির ,




ভাগ্যবতীর হাত ধরতে অনেক হাতই এগিয়ে থাকে । শুধু অভাগার হাতটি ধরার মতো হাত থাকেনা কোথাও অপেক্ষারত !!!
বিরহী কবিতা ।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয় !!

কবিতায় পাঠে এবং মন্তব্য এ অসংখ্য ধন্যবাদ, ভাই।

১০| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০

টাইম টিউনার বলেছেন: ব্যাথা হবে।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: ব্যাথা পেয়েছি নিরবে.....।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা, ঠিক করে দিয়েছি ।

১১| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

টাইম টিউনার বলেছেন: তুমি সত্যেই বড় ভাগ্যবতী ভুল করেও ধরনি ,
এই অভাগার হাতটি।
---- সেই বলেছেন কবির ভাই।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: অভাগার হাত ভাগ্যতিবীরা ধরে না গো ভাই.....

১২| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০১

টাইম টিউনার বলেছেন: কবির ভাই একটা বানান ঠিক করেন , ব্যাথা হবে ব্যথ্যা না, পরে আমার ে কমেন্ট টা দিলিত করে দিয়েন।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা ঠিক করে দিয়েছি, কিবোড এর কারণে আমার লিখতে সমস্যা হয় ।।। ভুল হলে অবশ্যই তা ধরিয়ে দিবেন, কমেন্ট ডিলিট করা লাগবে না থাক।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৬

জুন বলেছেন: হয়তো তার হাত ধরাটা হতো চরম দুর্ভাগ্য শাহরিয়ার কবির। কত রকম প্রতারনায়ই না সে প্রতিনিয়ত প্রতারিত হতো। এক সময় ব্যস্ততার মিথ্যে অভিযোগ তুলে অন্যত্র ব্যাস্ত হয়ে পড়তো। আপনাকে একটা মিথ্যা অজুহাতে ভুলিয়ে রাখতো। নাস্তা খেতে যাচ্ছি বলে।
অনেক অনেক ভালোলাগা রইলো কবিতায়।
+

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক বলেছেন আপু কিন্তু এই ভাবে যদি চলতে থাকে ,তাহলে
আগামীর প্রেমিকদের ভবিষৎ অন্ধকার। কারণ, প্রেম ছিল,আছে, থাকবে।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১০

টাইম টিউনার বলেছেন: আমারো সমস্যা হয় । ব্যাপার নাহ । আমরা আমরা ই তো । :) :) :)

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
বাংলা লেখা কিন্তু চারটি খানি কথা নয়,
আমার কাছে কঠিন মনে হয়।
এখন মনে হয়, বাংলা নিয়ে পড়া লেখা করি।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৩

টাইম টিউনার বলেছেন: আসলেই বাংলা নিয়ে পড়ালেখা করতে হবে,
তুমি/তোমি, তোমার/তুমার এই দুটার কনফিউশন আমার লেগেই থাকে, এরকম আরো আছে।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: গল্পের বই বেশি বেশি পড়লে ভাষার দক্ষ হওয়া ।।
আমার লেখায় সাধু চলিত মিলে জগা খিচুরি হয়ে যায়।

এতে ভাষার যোগ্যতা হারায়।
তবে লিখতে লিখতে লেখক হওয়া যায়।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১

টাইম টিউনার বলেছেন: সহমত কবির ভাই।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৭| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৬

নয়ন বিন বাহার বলেছেন: হাত ধরলে দু:খরা দানা বাঁধত, তারা সে সুযোগ পায়নি।

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন: কি হত দেখা যেত ।।

কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভাল।

মন্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন।

১৮| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: এ কথা আমার এ ব্যাথা আমার।
না পারি বলিতে না পারি সহিতে
এই পথিকের বা কি হবে?


চমৎকার কাব্য কথা মালা। খুব ভাল লাগল। ধন্যবাদ

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: মন্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন,ভাই।

১৯| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! খুব ভাল লাগলো! শুভ কামনা জানবেন!

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

২০| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রেমিক হওয়াটাই দোষ।

কবিতা ভালো লেগেছে।

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: তীরে এসে তরীটা ডুবে গেল !! কি আর করার
ভিন্নমাত্রার অভিজ্ঞতা।

পড়ার জন্য ধন্যবাদ ভাই।

২১| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ফারহানা তাবাসসুম বলেছেন: চমৎকার

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

২২| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
এ কথা আমার এ ব্যাথা আমার।
না পারি বলিতে না পারি সহিতে
এই পথিকের বা কি হবে?


অসাধারন কথামালা দিয়ে কবির মনের কথা প্রকাশ।
কবিতা খুব ভালো লাগল।
কবির প্রতি সুভেচ্ছা রহিল।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

২৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
এ কথা আমার এ ব্যাথা আমার।
না পারি বলিতে না পারি সহিতে
এই পথিকের বা কি হবে?


অসাধারন কথামালা দিয়ে কবির মনের কথা প্রকাশ।
কবিতা খুব ভালো লাগল।
কবির প্রতি সুভেচ্ছা রহিল।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

২৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

তুমি সত্যেই বড় < সত্যই মনে হয় ভালো হতো, বাকিটা কবির ইচ্ছা।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা, ঠিক করে দিয়েছি ।
অসংখ্য ধন্যবাদ দাদা

২৫| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৭

সিগনেচার নসিব বলেছেন: দারুন কবিতা +++++







ভাল লাগা জানিয়ে দিলাম ভাই

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

২৬| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: চমৎকার রোমান্টিকতায় ভরা কবিতাটি। খুব ভালো লাগলো। ক্যারি অন ব্রো।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

২৭| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৪

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর বলবনা, কারণ এতে কষ্ট মিশে আছে। বেশি বেশি লিখে কষ্ট গুলো আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে নিজে কিছুটা হালকা হয়ে যান। বেশি বললে ভেবে নিবেন উপদেশ দিচ্ছি। তাই কম বললাম :)

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: বলেন না কিছু শুনি ।
যে ব্যথা দিয়ে গেছে
বুকে, পাহাড় সমান
তা কি আর হালকা হবার !!!

২৮| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৯

nilkabba বলেছেন: অসাধারন লিখেছেন,,,,,,,অফুরন্ত শুভেচ্ছা রইল।প্রত্যাশা রইল আরো কিছু পড়ার।ভালো থাকবেন।।।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: অব্শ্যই চেষ্টা করবো।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

২৯| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৫

মহা সমন্বয় বলেছেন: একবার যে আগ্রাসী নয়নের কবলে পরবে তার আর রক্ষা নেই।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক ধরেছেন ভাই, জীবন আমার বিপন্ন প্রায় ! যত তাকে বুঝতে গিয়ে, ততবার আমি মূর্খ হয়েছি ।

ভালো থাকুন।

৩০| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৪

গেম চেঞ্জার বলেছেন: যে লোক আগ্রাসী নয়নের রশ্মি থেকে বেরিয়ে যেতে সক্ষমতা রাখে বারবার!! তারে কি কইবেন? ;)

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কঠিন একটা প্রশ্ন করেন ভাই !!! এর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না,
আর র্নিলজ্জ মন বুঝতো তাহলে এত কিছু হত না।

৩১| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার কবিতা।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.