নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

আলো-আঁধারি

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৩




আলো-আঁধারিতে জীবন কেঁটে যাচ্ছে
আমার রঙিন স্বপ্নের আঁধারে।

কাল গেল মহাকাল হল, তুবও তো সে এলো না,
প্রেয়সী আমার দূরে ছিল, দূরেই থেকে গেল।

কলঙ্ক মাখা প্রেয়সী আমার কলঙ্কিনী বেশে
বন্দী আছে আলোক দূরবর্ষ কোন এক পৃথিবীতে।

তোমারি প্রতীক্ষায় বসে আছি অনন্ত প্রহরী হয়ে
সত্যি কি-ফিরে আসবে এই পৃথিবীতে?

বিদায় লগ্নে ছিলে নিরবতার-নিরব ধ্যানে,
আজও জানা হল না, আসবে কি ,আসবে না ফিরে?

লক্ষ জনম ঘুরে, ঘুরে পেয়েছিলাম তোমারে
তবে কেন হারিয়ে যাবে এভাবে?
চল যাই- পৃথিবীর ব্যবধান ছিন্ন করে
কোন এক ভিন্ন গ্রহে।

ছবিঃ নেট


মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৯

মার্কো পোলো বলেছেন:
চমৎকার। ভাল হয়েছে।

শেষের ৪ লাইন বেশি ভাল লেগেছে।

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল লাগায় অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

২| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

আলী আজম গওহর বলেছেন: দারুন কবিতা। পড়ে ভালো লাগল।ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই।

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল লাগায় অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

ব্লগে স্বাগতম।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৮

সুমন কর বলেছেন: ভাল হয়েছে।

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:১৯

ডঃ এম এ আলী বলেছেন: মুগ্ধকরে
দারুন কবিতা ,
আলো-আঁধারিতে জীবন কেঁটে যাচ্ছে
আমার রঙিন স্বপ্নের আঁধারে।

কবিতাটি পাঠে আমরো মনে হল রাতের আঁধারে যখন আমি হেটে যাই তখন কে যেন আমায় ডাকে নীরব সুরে, আমি পেছনে ফিরে তাকাই বার বার কিন্তু কেউ আমার চোখের সামনে ধরা পড়ে না । আজ রাতেই কবিতাটি পাঠে মনে পড়ল আমি যেভাবে আমাকে দেখছি সেভাবে সবাই কি আমকে দেখে? তবে যে যাই বলে বলুক আমি আমার মতই থাকতে চাই ।
কিন্তু কবিতাটি পাঠে
লক্ষ জনম ঘুরে, ঘুরে পেয়েছিলাম তোমারে
তবে কেন হারিয়ে যাবে এভাবে?
চল যাই- পৃথিবীর ব্যবধান ছিন্ন করে
কোন এক ভিন্ন গ্রহে।

মনে হয় চলেই যাই
ভিন্ন কোন গ্রহে ।

ধন্যবাদ রইল সুন্দর কবিতাটির জন্য ।

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
এই কবিতার আমি-তুমির চরিত্র কাল্পনিক।আর নিজের চিন্তা শক্তি দিয়ে নিজেকে অন্যর কাছে অনেক রুপে বাস্তবে উপস্থাপন করা যায়, যুক্তিসঙ্গত কারণ হলেও তা অনেকে গ্রহণ বা বর্জন করে।এটাই স্বাভাবিক নিয়ম।
শব্দ করলেই ভাষা হয়না। হয়তো, সুন্দর করে উপস্থাপন করতে পারিনি।

অদক্ষ লেখকের লেখা পড়াতে
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫

অরুনি মায়া অনু বলেছেন: যে ছেড়ে চলে যায় তার জন্য অপেক্ষা না করাই ভাল। ভালতো সে বাসেনি। ভালবাসলে ছেড়ে যেতে পারতনা।

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: লেখার মাঝে নিশ্চয় পড়েছেন । বিদায় লগ্নে ছিলে নিরবতার-নিরব ধ্যানে, এই লাইন টা ।

নিরাবতা একটা নিরব ঘাতক, হ্যাঁ অথবা না, কোন অর্থ দাড়ায় না। আমার যুক্তিতে।

নাকি অন্য কোন ব্যখ্যা দিয়ে খন্ডানো যায় হে-কবি ?
যদিও লেখাটা কাল্পনিক তবুও লেখার বিষয় বস্তুু গুলোতে কৌতুহল আমার অনেক।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

মানব মনের সে এক আমোঘ সত্তা, যার কাছে ধরণী হারিয়েছে সমস্ত বন্ধনডোর। প্রেমিকের মনে তাই পৃথিবীর সীমানা ভেঙে সূদুর নক্ষত্রগতি পথ। আর এভাবেই সে মহাকাশচারী !


বিরহানলের দগ্ধ মনে একটুকরো হিমেল ছোঁয়া! প্রেমিকের পোড়ামাটির ভিটায় প্রেম বেচে থাকুক!

১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

৭| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

আসমা সুলতানা বলেছেন: প্রেমিক মনের নিরবতায় আমি ও যে বিষন্ন। আপনার উৎকৃষ্ট শব্দচয়ন আমার এতটাই ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করতে পারিনা শুধু অন্তরে অনুূভব করতে পারি।

১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল লাগায় অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

৮| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

আসিক ইসলাম বলেছেন: জনাব আমি তো আপনার কবিতার প্রেমে পরে যাচ্ছি , অসাধারন হয়েছোট আপনার কবিতা খানি ।

১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লাগায় অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

৯| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,



কলঙ্ক মাখা প্রেয়সী আমার কলঙ্কিনী বেশে
বন্দী আছে আলোক দূরবর্ষ কোন এক পৃথিবীতে।
এটা তো চাঁদ । কলঙ্কমাখা , বন্দী দূরের এক আকাশে ( পৃথিবীতে) ! সে তো ফেরার নয় ! দূরত্বের ব্যবধান ছিন্ন করে তার যে কাছে আসার উপায় নেই !
তাইতো জোছনা , অ-জোছনায় তার বুকে আলো আঁধারির খেলা ।

১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: শব্দ করলেই ভাষা হয়না। হয়তো, সুন্দর করে উপস্থাপন করতে পারিনি।
শেখার সময় অসংখ্য ভূল হয়। আপনার লেখা লাইনগুলো খুব সুন্দর লাগছে।


আপনার মূল্যবান মন্তব্যর জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১০| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা বরাবরই বুঝি কম, তবু প্রিয়াকে কাছে পাবার আকাংখা অপেক্ষারত কবিকে জানিয়ে গেলাম শুভেচ্ছা।

১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১১| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো,, শেষের চার লাইন ছিলো দারুন..,,
+++

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

আহা রুবন বলেছেন: সে ফিরে এলে আর ভিন কোনও গ্রহে যেতে হবে না। পৃথিবীটাই স্বর্গ হয়ে উঠবে। সুন্দর কবিতা।

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুন কবিতা। B-)

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

কানিজ ফাতেমা বলেছেন: //লক্ষ জনম ঘুরে, ঘুরে পেয়েছিলাম তোমারে
তবে কেন হারিয়ে যাবে এভাবে?
চল যাই- পৃথিবীর ব্যবধান ছিন্ন করে
কোন এক ভিন্ন গ্রহে। // ............ এলিয়েন হয়ে যাবেন তো ‍!

কবিতা ভাল লাগলো ।





১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক ধরেছেন আপু।
পড়ার জন্য ধন্যবাদ। ভাল লাগায় অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

কাবিল বলেছেন: ভাল লাগল।

১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগায় অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২০

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল লাগায় অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১৭| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মন ছুয়েঁ গেলো।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১৮| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

বিজন রয় বলেছেন: তোমারি প্রতীক্ষায় বসে আছি অনন্ত প্রহরী হয়ে

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: দাদা অনেক দিন পরে পেলাম আপনাকে আমার ব্লগে। কেমন আছেন?

১৯| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২২

বিজন রয় বলেছেন: আমি ভাল আছি। সামু একটু সাড়া দিচ্ছে তাই মন্তব্য করতে উৎসাহ পাচ্ছি।

আরো দ্রুত চাই।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক বলেছেন।আরো দ্রুত চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.