নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও ন্যায়ের কথা সহজ করে বলি

সরল কথা

সহজ করে বলি

সরল কথা › বিস্তারিত পোস্টঃ

বিজয় ৭১ তুমি কার?

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

স্বাধীনতার ৪৪ বছর পর হঠাৎ দাদা বাবুরা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে কেন পাক ভারত যুদ্ধ দাবী করলো এর কারণ জানতে হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু তাদের এই দাবী বাংলাদেশের জন্য যে অত্যন্ত অপমানকর এটা যদুমধু টাইপের পাবলিকরাও বোঝে। কিন্তু আমাদের দেশের স্বাধীনতার ফেরিওয়ালারা সেটা বুজতে পারছে কি তা কেবল মাবুদই জানের। চেতনার ব্যবসা করতে করতে হয়তো তাদের বুদ্ধিও লোপ পেতে পারে। এমন নির্লজ্জ সরকার ক্ষমতায় থাকলে এর চুলমাত্র প্রতিবাদ যে হবেনা তা ইতিমধ্যেই বোঝা সারা। হাইরে নতজানু সরকার ও তার জনসাধারন!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:

ভারতের সাংবাদিকদের অনেকেই ঢাকার "বুদ্ধিহীন জীব"দের মতো; '৭১ এর ঘটনা মনে রাখার মত মগজ নেই; শালাগুলো ছাতুখোর।

যেসব ভারতীয় সেনারা পুর্ব সীমান্ত ৯ মাস ছিল, তারাই জানে মুক্তিযোদ্ধাদের ইতিহাস।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন নির্লজ্জ সরকার ক্ষমতায় থাকলে এর চুলমাত্র প্রতিবাদ যে হবেনা তা ইতিমধ্যেই বোঝা সারা .......।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২

মু. সাদ উদ্দিন বলেছেন: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের দলীল পত্রের কোথাও বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের কথা উল্লেখ নেই ,বরং এখানে আমাদের স্বাধীনতার যুদ্ধকে বলা হয়েছে পাকিস্তান-ভারত যুদ্ধ ।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
পরাজিত ছাগুরা উম্মাদ হয়ে গেছে। শত শত পোষ্ট রিপিট করে যাচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের এত পাগল হওয়ার কি আছে? তারা তো যুদ্ধক্ষেত্রের শত্রুপক্ষের প্রান্তে থেকে নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে।
সেদিন ১৬ই ডিসেম্বর ছাগুদের পরাজয় দিবস।

১৯৭১ সালে ৯ মাস মুক্তিযুদ্ধ শেষের দিকে ১০-১২ দিন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিলো, এটাত মিথ্যা না।
ভারত পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধাদের পক্ষ নিয়ে ১২ দিন যুদ্ধ করেছিলো সেটা বাংলাদেশ ছাড়াও পশ্চিমপাকিস্তান ফ্রন্টেও ব্যাপক যুদ্ধ হয়েছিল।
এক্ষেত্রে ভারত তাদের দৃষ্টিতে নিজস্য মহলে ভারত-পাকিস্তান যুদ্ধ বললে বাংলাদেশ পঁচে যায় নাকি?
ভারত তো কাজে ও বক্তব্যে অলটাইম মুক্তিযুদ্ধকে সম্মান ও সমর্থন দিয়ে গেছে।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: শুধু ভারত নয় এর জনসাধারনের ৮০%ভাগ লোকেরই ধারনা এটা (প্রবাসীদের কাছে স্বীকৃত) ।। সুতরাং সাংবাদিকও যে জোয়ারে গা ঢালবেন,তাতে অবাক হবার কি আছে।।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২২

গন্ধ গণতন্ত্র বলেছেন: ভারত বাংলাদেশের স্বাধিনতার জন্য যুদ্ধ করেছে এইটা স্বীকার করা অপমান হলো কি ভাবে?

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৫

সরল কথা বলেছেন: না জনাব এতদিন পর হঠাৎ ৭১ এর যুদ্ধকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় না বলে ভারতীয়দের বিজয় বললে চেতনাওয়ালাদের কিসের সমস্যা! তারাতো ভারতের তাবেদারি করেই টিকে আছে। গতকালও সীমান্তে বিএসএফ এর হাত আমার ভায়ের রক্তে রঞ্জিত হয়েছে এতে চেতনার কি সমস্যা? পাকিস্তানি শোষকের হাত থেকে মুক্ত হয়ে নিজেদের ভারতীয় পদলেহনে সপে দিয়ে কার কি সমস্যা? নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সকাল বিকাল ভারতের দুয়ারে মাথা ঠুকে সারাদেশকে ভারতের হাতে লিজ দিয়েও আপনাদের কোন সমস্যা নাই। নির্লজ্জ দেওলিয়াপনার উৎকৃষ্ট উদাহরণ তো আপনাদের এই চেতনা তাইনা?

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

মু. সাদ উদ্দিন বলেছেন: ১৬-ই ডিসেম্বর আত্নসমর্পন অনুষ্ঠানে জেনারেল ওসমানীকে কেন ঢাকা যেতে দেওয়া হয়নি ? তা আজ কোটি ডলারের প্রশ....।
১২-ই ডিসেম্বর ঢাকা মিত্র বাহিনীর অধীনে যাওয়ার পর কিভাবে পাকবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করলো ? তা আজ মিলিয়ন ডলারের প্রশ্ন .....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.