নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য, তার উপরে আল্লাহ! সঠিক বিচারের মালিক, সর্বশক্তিমান, মহা ক্ষমাশীল।

মোঃ ছিদ্দিকুর রহমান

আমি এক জন্ স্বাধীন চেতা মানুষ, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম, কর্ম জীবনে একজন সরকারী কর্মচারী (অব:), বর্তমানে একটি বেসরকারী কোম্পানীতে হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি।

মোঃ ছিদ্দিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

নার্গিসের বিদায়

২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

নার্গ‌িসের যাত্রা
এম এস রহমান

‌তোমার যাত্রা আমার কা‌ছে ছিল একান্ত বেদনার,
‌কেঁদে‌ছি সারা দিনও মান ভরি, ক‌রি হাহাকার।
এ‌তো তারাতারি কেন চ‌লে গে‌লে, হে ‌মোর প্রিয়তম,
‌তোমা সম কেহ কি ভালো বুাঝ‌বে তব মম।।

মম কি ক‌রে, কেম‌নে বা‌চি‌বো, এ‌হেন ধরাধা‌েমে,
‌তোমা বিহা‌নে জ্ব‌লি‌ছে হৃদয়, তপ্ত জগৎ অন‌লে,
‌হেতায় খু‌জি, হোথায় খু‌জি, চ‌কিত আ‌খি পর‌মে,
‌জল ক‌রে ছলছল সারাক্ষন, বাধা না‌হি মা‌নে নয়‌নে।

‌ছোট্ট না‌তিন কো‌লে‌তে ব‌সিয়া, কাঁ‌দি‌ছে অঝ‌রে,
বুঝি‌তে পা‌রি‌লো দা‌দির বিদায়, ফির‌বে না আর,
বাবা, চাচা, দাদাও কা‌দেঁ, জ‌ড়ি‌য়ে ধ‌রে মো‌রে,
দা‌দি‌কে কেন ভ‌রিয়া রা‌খিল, কাদাঁ মা‌টির ভিতর।

হায়‌রে পাষা‌নি বুঝি‌লেনা তু‌মি, না‌র্গিস কত সুন্দর
‌ছে‌লে‌কে বড়ই যত্ন ক‌রিয়া শি‌খি‌য়ে‌ছে লেখাপড়া
একটু জ্বর, কা‌শি য‌দি দেখি‌তো, কা‌দিঁত মার অন্তর,
বাচাকে মোর ডাক্তার দেখাও, স্বামী‌কে ধ‌রি‌তো বায়না।

‌ছে‌লে প‌ড়ি‌তে‌ছে ব‌সিয়া টে‌বি‌ল, হই‌বে প্র‌কৌশলী
মা জে‌গে আ‌ছে, বারান্দার চেয়া‌রে, বাচা‌রে মোর,
না জা‌নি তার অস‌ুখ ক‌রি‌লে, জ্বল হ‌বে সকলই
ভা‌বিয়া ভা‌বিয়া জা‌গিয়া নী‌শি ক‌রিয়া‌ছে ভোর।

কত যত‌নে, কত আদ‌রে বাচা‌রে আগ‌লে রা‌খিত বুকে,
‌ছে‌লের ম‌ু‌খে হা‌সি দে‌খিয়া, না‌র্গিস হা‌সিত পরম সু‌খে।

চল‌বে,
২৫/৬/৩০২০
বৃহস্প‌তিবার

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:০১

জগতারন বলেছেন:
অসাধারন আবেগময় ও স্নিগ্ধ ভালোবাসাময় কবিতা।
পাঠে মুগ্ধতা।
কবির প্রতি অভিন্দন ও সুভেচ্ছা জানাই।

২| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.