নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাতৃভাষার নাম বিষ্ণুপ্রিয়া মণিপুরি । পৃথিবীর মাত্র তিন লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে । ভাষাটিকে ইউনেস্কো এনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষনা করেছে ।

কুঙ্গ থাঙ

প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি দাবী করছি...

কুঙ্গ থাঙ › বিস্তারিত পোস্টঃ

কেড়কেড়া ৷আকাশ প্রদীপ ৷

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫১


কেড়কেড়া৷ মণিপুরিদের আকাশ প্রদীপ৷ কার্তিক মাস জুড়ে মৈতৈ ও বিষ্ণুপ্রিয়া বৈষ্ণবরা সন্ধ্যা হলে বাঁশের মাথায় বসানো লন্ঠন প্রজ্বলন করে বিষ্ণুর আশির্বাদ কামনা করে৷ উচ্চারণ করা হয় এই মন্ত্র- 'আকাশে সলক্ষ্মীক বিষ্ণোস্তোষার্থং দীয়মানে প্রদীপঃ শাকব তৎ।' অর্থাৎ, আকাশে লক্ষ্মীর সঙ্গে অবস্থান করছেন যে বিষ্ণু, তাঁর উদ্দেশে দেওয়া হল এই প্রদীপ।

যারা বৈষ্ণব নন, আপোকপা ধর্মানুসারী, তারা বলেন এই প্রদীপটি লক্ষী-নারায়ণের উদ্দেশে নিবেদিত নয় বরং আপোকপা বা পূর্বপুরুষদের স্মরণে প্রজ্জ্বলন করা হয়, যারা পরলোকে আছেন তারা যেন সেই আলোর রেখা ধরে নিকটজনদের আশীর্বাদ করতে পারেন৷ কৃত্যানুষ্ঠানটির নাম 'মেরা ৱাউঙবা', মেরা হচ্ছে মণিপুরি বর্ষপঞ্জির সপ্তম মাস৷

যুক্তিবাদীরা বলেন, আকাশে দীপ জ্বালানো হেমন্তকাল বরনের অংশ৷ শীতের আগমনের প্রস্তুতি হিসাবে আগুন বা তাপকে সংরক্ষণ করে রাখার একটা প্রতীকি উৎযাপন যা সংস্কৃতিতে পরিণত হয়েছে৷

মণিপুরি পুরাণে অবশ্য এই আকাশ প্রদীপের ভিন্ন গল্প আছে৷ সুদুর অতীতের কোন এক সময়ে তিনজন ভাই বসতি গড়ার জন্য পাহাড়ে উঠে ৷ ছোট ভাইটি কিছুদুর এগিয়ে আর উঠতে পারে না, সেখানেই থেকে যায়৷ বড় ভাইয়েরা পাহাড়ে উঠে বসতি গড়ে তোলে৷ যাবার আগে তারা ছোটভাইকে বলে যায়, বছরের মাঝামাঝি এই সময়টাতে সে যেন উচুঁ বাঁশের মাথায় লন্ঠন জ্বালিয়ে রাখে, যাতে ছোট ভাই ঠিক আছে কিনা তারা জানতে পারে৷ তারপর থেকে এটা মণিপুরের ঐতিহ্য হয়ে যায়৷ এই কাহিনীটি মণিপুর উপত্যকার পাহাড় ও সমতলে বাস করা ৩০টির বেশি ছোট ছোট জাতির মধ্যে ভ্রাতৃত্বের কথা বলে৷ মণিপুর রাজ্যে এই উৎসবটি উৎযাপিত হয় তাদের মধ্যকার বন্ধন যে দৃঢ় সেটা দেখাতে৷

যে যাই বলুক, কার্তিক মাসে আকাশ প্রদীপ দেখলে লতা মুঙ্গেশকরের এই গানটির কথাই মনে পড়ে—

'আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।'

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৩

আনাম বলেছেন: ঢুকতে পেরেছি দাদা..। আপনার পোস্টটা কিন্তু আমাকে এক মিশ্র অনুভূতি দিল। আমাদের সমাজে এই সব নেই। আমরা আরবের আচার আচরণ মানি। এমন কিছু করলে হয় হিন্দুয়ানি।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৬

কুঙ্গ থাঙ বলেছেন: আমিও অনেক ক্যারফা পার হয়ে ঢুকলাম। ..আকাশ প্রদীপ লোকসংস্কৃতির অংশ, ধর্ম আরোপ হয়েছে অনেক পরে।

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: আজ কার্তিক এর ৭ তারিখ না??

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৯

কুঙ্গ থাঙ বলেছেন: বাংলাদেশে ৭। পুরানো ক্যালেন্ডারে আজ ৫ তারিখ।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১

বিজন রয় বলেছেন: সুন্দর।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার ব্যাপার। জানা ছিলো না। আপনাদের সবাইকে ব্লগে দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮

কুঙ্গ থাঙ বলেছেন: ধন্যবাদ ৷

৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন: দারুণ একটা ব্যাপার জানলাম । খুব ভালো লাগলো।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৫

কুঙ্গ থাঙ বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৭

সুরঞ্জনা বলেছেন: ব্যাপারটি জানতাম। কিন্তু কেন এই আলো জ্বালাতো তা জানতাম না।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৬

কুঙ্গ থাঙ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০

হাসান মাহবুব বলেছেন: এই সংস্কৃতি, এই প্রথাগুলি বেঁচে থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.