নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ রাস্তার একলা পথিক

কায়সার ইয়াসিন

সোজাসাপ্টা কথা বলতে ভাল লাগে।সবাই বলে আমি খুব সহজ সরল একজন।তখন ঠিকই তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে বুঝতে অসুবিধে হয় না আমাকে তারা বোকা বলে সম্বোধন করছে। তবে আমি আমার জায়গায় থেকে যখন কোন কিছু করি নিজেকে খুব পরিষ্কার মনে হয়। পৃথিবীতে আমি মনে করি তিন স্তরের মানুষ আছে। এক নির্বোধ দুই বুদ্ধিমান তিন যাকে কোন নাম দেয়া যায় না।তিন নাম্বারের স্তরের মানুষগুলো যখন কিছু করে তা দেখে কেউ বলে উঠে এত গাধা না হলে এমন কাজ সে করতো না।আবার কেউ বলে উঠে চালাকের সীমা ছাড়িয়ে গেল।হুমায়ূন স্যারের কথাটি সবসময় আমার কানে বাজে জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।আমাদের পথচলার সবচেয়ে বড় চালকটা হচ্ছে বিশ্বাস।তাই আমি বলি এটি যেন কখনো জীবন থেকে হারিয়ে না যায়।কারণ কারো প্রতি জন্ম নেয়া ছোট ছোট আস্থার চারা বড় হওয়ার আগে অকালে ঝড়ে গেলে পরবর্তি বীজ গুলো তার জন্ম নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

কায়সার ইয়াসিন › বিস্তারিত পোস্টঃ

জাহাজী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৬







আমি এক অজানা তরীর জাহাজী



আমার ইচ্ছে গুলো পাল তোলা নৌকা হয়ে প্রবাহিত



আজ এদিক-ওদিক



যার নেই কোন নির্দিষ্ট গন্তব্য



বাতাসই হল তার কেন্দ্র



আর কষ্ট গুলো হুম



ছেড়াঁ কাগজের মত ভাসিয়েছি



নোনতা পানিতে বহুদিন আগে



যে লোনা পানি শুধু জমে থাকে



দু'চোখের কর্ণদ্বারে



বেছে বেছে সুখগুলো ধরার জন্য



বড়শী পেতে রেখেছি অসীম সাগরে



খোলা আকাশকে করেছি ক্যানভাস



দেখেছি স্বপ্ন



এঁকেছি সুখগুলো ধরা না পড়ার



অবাস্তব প্রতিবিম্ব



আমার দীর্ঘশ্বাসের



দ্বারপ্রান্তে তোমাকে পাবার



অভিলাশী চারা রোপন করেছি আমি বারে বারে



ঝাপটা বাতাসের মৃদু কম্পনে কিছু শব্দের



অনিভূতি চিঠি হয়ে ভাসিয়েছি আমি তোমার নিকটে



তোমার ভেজা চুলের সুবাসটুকু



পাঠিও



আমার সেই ঠিকানাহীন চিঠির



উত্তরেই

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.