নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

পরাধীনতার কবর

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:৫৪

যখন অশালীন আগুন মানবতা, নীতি ও আদর্শকে
গ্রাস করে ;
তখন জ্বলন্ত আগুনের মতো চিৎকার করে রাষ্ট্রের প্রান্তর ।
আর একটা পাগল ক্রোধের আগুনে এই শহরটাকে
জ্বালিয়ে দেয় ;
এবং ঘৃণার চোখে তাকিয়ে থাকে এ পোড়া শহরের
আঙিনায় ।

যখন এই শহরের কোন ব্যালকোনীতে বসে ধর্ষনের
খবর পড়ি ;
তখন মনে হয় যেন আত্মঘাতী হই আর যা ইচ্ছা হয়
তাই করি ।
প্রতিনিয়ত যখন ভঙ্গুর শরীর থেকে জীবন ছিনতাই
হয়ে যায় ;
অনাকাঙ্খিত মৃত্যু তখন এই শহরেই অনেক সস্তায় পাওয়া যায়।

পত্রিকার ব্যালকোনী জুড়ে যখনই স্থান পায় খুনির মুক্তির খবর ;
রাষ্ট্র তখন মানচিত্রের মাঝে খুঁড়ে চলে পরাধীনতার এক কবর ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২০ রাত ২:২৪

রাজীব নুর বলেছেন: জ্বালাময়ী কবিতা।

২| ১৯ শে জুলাই, ২০২০ ভোর ৪:৫৪

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা

৩| ১৯ শে জুলাই, ২০২০ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



১৯৭৫ সালে কি স্বাধীনতাকে কবর দিয়ে ফেলেনি?

৪| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ৯:৪২

নূর আলম হিরণ বলেছেন: দেশে অল্প কিছু মানুষ ভালো আছে, কিছু ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছে আর বাকিরা ভালো নেই।

৫| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে +

৬| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৫

কাজী জুবেরী মোস্তাক বলেছেন: রাজীব নুর ভালোবাসা রইলো প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.