নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ করো

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৬

তার চেয়ে বরং আমাকে নিসিদ্ধ করো ,
আর আমার কবিতাগুলো বাজেয়াপ্ত করে দাও ;
আমার কাটা মাথার মূল্যটাও নির্ধারণ করে দাও ;
সাথে রাষ্ট্রর প্রান্তর জুড়ে হুলিয়া জারি করে দাও ।

তার চেয়ে বরং আমাকে মিথ্যা মামলা দাও ,
রাষ্ট্রের অলি গলিতে আজ তল্লাশি চৌকি বসাও ;
আর রাষ্ট্রের সব রক্ষি বাহিনীকে পাহারায় বসাও ;
রাষ্ট্রের দেয়ালে আমার ছবি আর পোষ্টার লাগাও ।

তার চেয়ে বরং আমার মাথাটা কেটে নাও ,
এ মাথা গণতন্ত্রর জন্য দিয়ে দিলাম কেটে নাও ;
এ মাথা আমার উত্তরসূরীদের জন্য দিলাম নাও ;
নাহয় মাথা তুলে দাঁড়াব যত হামলা মামলা দাও ।

তার চেয়ে বরং আমার আঙুল কেটে নাও ,
নয়তো অন্যায় অবিচারে আঙুলটা তুলতে দাও ;
তুমি জুলুমবাজ ফ্যাসিস্ট নাহলে কেন ভয় পাও ;
মনে রেখো অন্যায়ের প্রতিবাদীদের দেখবে তাও ।

তার চেয়ে বরং আমার পা'দুটো কেটে নাও ,
যেন আমাকে তুমি বিরোধীর মিছিলেও না পাও ;
তামাম রক্ষীবাহিনী সাথে তবু আমাকে ভয় পাও ;
মনে রেখো প্রতিবাদীরা থামবেনা যতই বাধা দাও 

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনে রেখো প্রতিবাদীরা থামবেনা যতই বাধা দাও
...........................................................................
গনতন্ত্রর দেশে প্রতিবাদ স্বাভাবিক প্রতিক্রিয়া,
কিন্ত তা বন্ধ হয়ে গেলে কি ঘটবে ???

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৭

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.