নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার সাথে মিলব আমি ঠিক বেঠিকের বাহিরে\"

লাবিব ফয়সাল

ভালোমানুষ হওয়ার কোন ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালোমানুষ...

লাবিব ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

হায়রে...

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

আমার বর্তমান বিশ্ববিদ্যালয়ে ইরাক সিরিয়ার অনেক বন্ধুই আছে।তাদের দেখলে অনেক কষ্ট হত আমার।কারন তদের ধংস হওয়ার মত আর কিছু মনে হয়না বাকি আছে।
তো একদিন ক্লাসে যাওয়ার সময় এক ইরাকি বন্ধুকে বাংলাদেশ সম্পর্কে ধারনা দিচ্ছিলাম।এক পর্যায়ে আমাকে সে জিজ্ঞাসা করলো, ফয়সাল, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কত বলতে পারো?
আমি কিছুটা বাড়িয়ে সাহস করেই বলে ফেললাম এই এক হাজার ডলারের (৮২ হাজার টাকা মাত্র) মত।
ও বলে ফয়সাল এত সুন্দর দেশে মাত্র এক হাজার ডলার।ইরাকে তো একজন সাধারণ বিশ্ববিদ্যালয় শিক্ষক আঠারশ থেকে দুই হাজার ডলার পায়।
আমি কিছুক্ষন তার দিকে তাকিয়ে থেকে বললাম,আমাদের ক্লাস মনে হয় শুরু হয়ে গিয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

ওদের তো আর রাবিশ মন্ত্রী ছিলনা... !!

শিক্ষকতা পেশা এখন সহ-সভাপতি পদের মতো! যার নাই কোন গতি- সে হয় সহ-সভাপতি টাইপ!

অথচ এটা হবে চাকুরী বাজারে সবচে আকর্ষনীয় প্রতিযোগীতার ক্ষেত্র- তবেই না বাড়বে শিক্ষার মান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.