নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদা-সর্বদা সুখি মানুষ। চরম পর্যায়ের পজেটিভ মাইন্ড। আমার প্রতিটা দিন ঈদের দিন, প্রতিটা রাত চান রাত।

http://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/p720x720/942496_584868144900444_1249669032_n.jpg

লাবিব ইত্তিহাদুল

যে যাই মনে করুক, আমার কিচ্ছু আসে যায় না। আমি যাই মনে করি, কারো কিচ্ছু আসে যায় না।

লাবিব ইত্তিহাদুল › বিস্তারিত পোস্টঃ

৭০ আইটেম এর ভর্তার হোটেল - নাম হয়তো শুনেছেন, গিয়েছেন কখনো? (ভিডিও ব্লগ)

২২ শে মে, ২০১৫ রাত ১১:৩৫



এই হোটেল এর নাম শুনেন নি এমন মানুষ অনেক কম। এত এত ভর্তা! যেগুলোর অনেক গুলোর নাম তো দূরের কথা, কল্পনাও করা যায় না। তো, গিয়েছিলাম সেই হোটেলে। দাম ও মান যথেষ্ট ভাল ও গ্রহণযোগ্য। আমরা ৫ জন প্রায় সব আইটেমে পেট পুরে গলা পর্যন্ত খাওয়ার পর বিল আসছিল প্রায় ৮০০ টাকা। খাবার এত সুস্বাদু যে, পেট ভরে কিন্তু মন ভরে না। এখানে সাধারণ হোটেলের মত মুরগী, গরু, খাসি পাওয়া যায় না।



হোটেলটির নামঃ হোটেল নিরিবিলি
মালিকঃ তোঁতা মিয়া
স্থানঃ টোক, কাপাসিয়া, গাজীপুর

নোটঃ আমি প্রায় ১ বছর যাবত ভিডিও ব্লগিং করচ্ছি, সামুর নীতিমালা পড়ে দেখলাম ভিডিও ব্লগের ব্যাপারে কোন আপত্তি নাই, তাই শেয়ার করা। উৎসাহ পেলে নিয়মিত শেয়ার করব।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ রাত ১২:০০

মুসাফির... বলেছেন: আমার বাড়ির কাছেই.। যদিও কখনও খাওয়া হয়নি. তবে শুনেছি বড় বড় রাজণীতিবিদরাও এখানে খেয়েছেন।

আপনি ভাই কোন জায়গার অবস্থানকারী?

২৩ শে মে, ২০১৫ রাত ১২:৪১

লাবিব ইত্তিহাদুল বলেছেন: আমি গাজীপুর জেলায় অবস্থানকারী। আপনি কাপাসিয়ার?

২| ২৩ শে মে, ২০১৫ সকাল ১০:২৬

সুমন কর বলেছেন: গাজীপুরে থাকি না আর নামও শুনিনি। জেনে রাখলাম।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৫ দুপুর ১২:১৯

লাবিব ইত্তিহাদুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অভিনন্দন!! ভিডিও ব্লগ খুবই ভালো উদ্যোগ।

২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

লাবিব ইত্তিহাদুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আসলে, লিখতে ও পড়তে টায়ার্ড লাগে। সেক্ষেত্রে বলতে ও শুনতে আরাম। সেখান থেকেই আমার ভিডিও ব্লগিং শুরু

৪| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
খিদে লেগে গেলো...

২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

লাবিব ইত্তিহাদুল বলেছেন: ঢাকার কাছাকাছি থেকে থাকলে, সোজা চলে জান। ৩ ঘন্টার মত লাগবে।

৫| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

মনিরা সুলতানা বলেছেন: :)

৬| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:২৭

থিওরি বলেছেন: গাজিপুর গেলে একদিন চলে যাব। ভরতার উপর তরকারি হয় নাকি?!!!

২৩ শে মে, ২০১৫ রাত ১১:১৬

লাবিব ইত্তিহাদুল বলেছেন: চিংড়ি সহ আরো কিছু তরকারী আছে, তবে ভর্তার জন্যই সবাই যায়। আর আঁচার পাওয়া যায় অনেক অনেক রকমের। ১ বড় বাটি আঁচার মাত্র ৫০ টাকা, নিয়েও আসতে পারবেন।
টাকি মাছের ভর্তা টা এত সুস্বাদু, মুখে লেগে আছে স্বাদ। গেলে টেষ্ট করতে ভুলবেন না।

৭| ২৩ শে মে, ২০১৫ রাত ১০:১৩

জুন বলেছেন: আমি যে কোন হোটেলে খেতে গেলেই ভর্তা ভাত খাই তার জন্য অনেকের কথা শুনি ।
তারপর ও ভর্তার উপর কিছু নেই ।
যাইতে হবে একদিন

২৩ শে মে, ২০১৫ রাত ১১:১৬

লাবিব ইত্তিহাদুল বলেছেন: না গেলে জীবনে বিরাট কিছু মিস করলেন আর কি

৮| ২৩ শে মে, ২০১৫ রাত ১০:১৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: দেশে থাকতে তো পুরান ঢাকায় বোরহান উদ্দিন কলেজের পাশে নীরবে ভর্তা দিয়ে ভাত খেতে যেতাম। এটারও দেখি একই রকম নাম দিয়েছে। ভালো উদ্যোগ। ছোট আকারে হলেও অনেক জেলা শহরে এমন ভাত-ভর্তার হোটেলে গিয়েছি। চমৎকার লাগে :)

২৩ শে মে, ২০১৫ রাত ১১:১৮

লাবিব ইত্তিহাদুল বলেছেন: দেশের দূর দূরান্ত থেকে মানুষ যায়। বর্তমান রাষ্ট্রপতির জন্য এই হোটেল থেকে খাবার পার্সেল নেয়া হয়।

৯| ২৩ শে মে, ২০১৫ রাত ১০:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন: বাহ, দারুন তো। ভর্তার বুফে হইলো সেরা বুফে। :)

২৩ শে মে, ২০১৫ রাত ১১:১৯

লাবিব ইত্তিহাদুল বলেছেন: এই হোটেলে কোন কর্মচারি বা ওয়েটার নাই। যারা খাবার সার্ভ করে তারা মালিকের ছেলে/ ভাতিজা আর রান্নার কোন আলাদা বাবুর্চি নাই, মালিক এবং তাঁর স্ত্রী দুজনে রান্না করেন।

১০| ২৩ শে মে, ২০১৫ রাত ১১:০১

এম সহিদুজ্জামান বলেছেন: নাম শুনেছি ।কিন্তু যাওয়া হয়নি । আজ ভিডিও টা দেখে যাওয়ার তাড়না অনুভব করলাম । যাব একদিন অবশ্যয় । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

২৩ শে মে, ২০১৫ রাত ১১:১৯

লাবিব ইত্তিহাদুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১| ২৪ শে মে, ২০১৫ রাত ১২:২৫

মুসাফির... বলেছেন: আমি হোটেলটি থেকে ৩/৪ কিলো দুরত্বের স্থায়ী বাসিন্দা... আপনি কত দুরের ?

২৪ শে মে, ২০১৫ রাত ১:০৭

লাবিব ইত্তিহাদুল বলেছেন: গাজীপুর সদর থেকে ৫০ কিলোমিটার হতে পারে। প্রায় ৩ ঘন্টা লাগে।

১২| ২৪ শে মে, ২০১৫ রাত ৩:১৬

মোঃমোজাম হক বলেছেন: বেশ লাগলো

১৩| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মাইরের উপ্রে যেমন ওষুধ নাই
তেমনি ভর্তার উপ্রে কো্ন খাদ্য নাই!!
যদি কোনদিন ওই পথে যাই তা হলে
অবশ্যই স্বাদ নিবো ভর্তার!!
ধন্যবাদ আপনাকে
শেয়ার করার জন্য।
অফ টফিকঃ
নিরিবিলি হোটেলের
এ্যাড দিয়ে কত
আয় হলো!!
নাকি শেয়ার
আছে!!!

২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৩

লাবিব ইত্তিহাদুল বলেছেন: আমি আসলে ট্র্যাভেল করতে পছন্দ করি, জেলায় জেলায় ঘুরি সুযোগ পেলেই। এমন আরো অনেক হোটেল, জেলা, দর্শনীয় স্থানের ভিডিও আমার ইউটিউব ব্লগে পাবেন। চেক করে দেখতে পারেন :) https://www.youtube.com/xlabib

১৪| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৪

তুষার কাব্য বলেছেন: আমার বাড়ির পাশে অথচ আমি জানিনা ! আজই খবর লাগাচ্ছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.