নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদা-সর্বদা সুখি মানুষ। চরম পর্যায়ের পজেটিভ মাইন্ড। আমার প্রতিটা দিন ঈদের দিন, প্রতিটা রাত চান রাত।

http://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/p720x720/942496_584868144900444_1249669032_n.jpg

লাবিব ইত্তিহাদুল

যে যাই মনে করুক, আমার কিচ্ছু আসে যায় না। আমি যাই মনে করি, কারো কিচ্ছু আসে যায় না।

লাবিব ইত্তিহাদুল › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণঃ সেন্ট মার্টিনে জীবনের একটি সকাল - অভূতপূর্ব আনন্দ ও সৌন্দর্য (ভিডিও ব্লগ)

২৬ শে মে, ২০১৫ রাত ১০:০৪


সেন্ট মার্টিনে যে কোনদিন যায়নি, তাকে হাজার বলেও সেন্ট মার্টিনের আনন্দ ও মজা বোঝানো সম্ভব না। তবে ভিডিও করে দেখানো গেলে আলাদা কথা। তো সেই প্রয়াস ও নিজের সৃতিগুলো ধরে রাখার চেষ্টা। নিজের অজান্তেই বলে উঠবেন, বাংলাদেশ যে এত সুন্দর, সেটা শুধু গানেই বলা হয়েছে, দেখা আর হয়নি।
১৯ মে ২০১৫, সকালের ঘুম টা ভাংলো সেন্ট মার্টিনের সীমানা পেরিয়ে নামক রিসোর্টে। সকাল থেকেই সারপ্রাইজ শুরু। আমরা যারা ঢাকা বা কাছাকাছি শহরে থাকি, তারা হয়তো এমন একটা সকাল কল্পনাও করতে পারি না। সারা রাত সী বিচে আড্ডার পর সকালে সমুদ্রের গর্জনে ঘুম ভাঙা আর সাথে সাথেই সমুদ্রের থেকে ছুটে আশা ঠান্ডা বাতাস, সে এক অভূত অভূতপূর্ব অভিজ্ঞতা ও ভাল লাগা।
যা কোনদিন কারো পখে মুখে বলে বা ডিজিটাল ছবি/ভিডিও দেখিয়ে বোঝানো সম্ভব না। একমাত্র সেখানে থাকলেই উপলব্ধি করা যেতে পারে।
আমি নিশ্চিত ভিডিও টি দেখার পর আপনি সেন্ট মার্টিনে যাওয়ার প্ল্যান শুরু করে দিবেন। আর যেতে হবে কিছু এই অফ সিজনেই। শীতের জন্য অপেক্ষা করলে হবে না।


সেন্ট মার্টিনের আরো কিছু স্থানের ভিডিও আছে যা এখনো আপলোড করা হয়নি। ইচ্ছা আছে একের পর এক সব আপলোড করা। সেগুলো দেখলে সেন্ট মার্টিন না গিয়ে পারবেন না। ইচ্ছা আছে সেন্ট মার্টিন যাওয়া, থাকা, খাওয়া ও অন্যান্য সকল খরচ নিয়ে যা যা প্রয়োজন, সাধারণ ভুল ও জানা উচিত কিছু বিষয় নিয়ে আরেকটা ব্লগ লেখার।

নোটঃ
একই সাথে ব্যাক্তিগত ব্লগে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ ক্যাটাগরীতে হুবহু প্রকাশিত। - এখানে যা আছে, তাই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:১৫

তুষার কাব্য বলেছেন: ভিডিও'র সাথে কিছু ছবি আর গল্পের মত লিখতে পারতেন অভিজ্ঞতার কথা।তাহলে আরও জমজমাট হত ভ্রমন টা :)

২৬ শে মে, ২০১৫ রাত ১০:১৯

লাবিব ইত্তিহাদুল বলেছেন: সব তো ভিডিও তে বলে'ই দিয়েছি :D তবু চেষ্টা চালাচ্ছি। আসলে লিখতে ইদানিং মারাত্বক টায়ার্ড লাগে তাই তো ভিডিও ব্লগিং এর সরনাপন্ন :P

২৬ শে মে, ২০১৫ রাত ১০:২০

লাবিব ইত্তিহাদুল বলেছেন: সব তো ভিডিও তে বলে'ই দিয়েছি :D তবু চেষ্টা চালাচ্ছি। আসলে লিখতে ইদানিং মারাত্বক টায়ার্ড লাগে তাই তো ভিডিও ব্লগিং এর সরনাপন্ন :P

২| ২৭ শে মে, ২০১৫ সকাল ১০:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে আপনার পোস্টে সংযুক্ত অন্য সাইট দেখার লিংকটি সরিয়ে নিন।

২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৫৩

লাবিব ইত্তিহাদুল বলেছেন: আমি জানি না, আপনি সামুর মডারেটর কি না। যেহেতু আপনি বলেন নি। তবু আপনার কথায় মার্জিন করে দিলাম আমার লেখায় কারণ আপনার ব্লগের এবাউট লাইন টা আমার ভাল্লাগছে :!>

"একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে- সবই মিথ্যে"

আর যে লিঙ্ক টা দেখা যাচ্ছে, সেটা আমার ব্যাক্তিগত ব্লগে এই লেখাটির হুবহু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.