নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদা-সর্বদা সুখি মানুষ। চরম পর্যায়ের পজেটিভ মাইন্ড। আমার প্রতিটা দিন ঈদের দিন, প্রতিটা রাত চান রাত।

http://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/p720x720/942496_584868144900444_1249669032_n.jpg

লাবিব ইত্তিহাদুল

যে যাই মনে করুক, আমার কিচ্ছু আসে যায় না। আমি যাই মনে করি, কারো কিচ্ছু আসে যায় না।

লাবিব ইত্তিহাদুল › বিস্তারিত পোস্টঃ

আমাদের বোকামি, পাগলামি B-) আর ট্রলারে ঝুকি নিয়ে সেন্টমার্টিন যাত্রা (ভিডিও ব্লগ)

২৮ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭


সেন্টমার্টিন যাওয়ার সাধারণ ৩টি ব্যাবস্থা আছে। একটি হচ্ছে জাহাজে করে, আরেকটি হচ্ছে স্পীড বোট আর ৩য় টি ট্রলারে বা নৌকায়। এখানে সবচাইতে নিরাপদ ভ্রমণ হয় জাহাজে আর সবচাইতে বিপজ্জনক ভ্রমণ ট্রলারে বা নৌকায়।

তো আমাদের মাথায় সেন্টমার্টিনের ভূত ঢুকেছিল, :#) সাথে বোনাস হিসাবে জাহাজ বন্ধ যেহেতু অফ সিজন আর স্পীড বোটের খরচ অনেক বেশি। আমরা যখন খোজ নিয়েছিলাম তখন ৯ হাজার টাকা চাচ্ছিল টেকনাফ থেকে সেন্ট মার্টিন, যেটা আমাদের এক এক জনের পুরা ট্যুরের বাজেটের প্রায় কাছাকাছি। B:-) B:-) B:-)

কিন্তু এই পাগল মন মানচ্ছিল না। সিনিয়র ভাই, যারা আগে গিয়েছেন সবাই আগে থেকেই ট্রলারে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তাদের এই নিষেধাজ্ঞাই ট্রলারের প্রতি আমারদের আকর্ষন বাড়িয়ে দিয়েছিল, এটা নিশ্চিত। =p~ =p~

তো, আসলে কেমন ছিল ট্রলারে জার্নি?


তবে একটা কথা সত্য, ভাগ্য অনেক ভাল ছিল আমাদের। আর ট্রলারে যদি সেন্টমার্টিন না যেতাম, তবে জীবনের আনন্দময় একটা জিনিস মিস করে যেতাম। আমাদের ৪ জনের মধ্যে ১ জন সামান্য ভয় পেয়েছিল, তাও কয়েক মুহূর্ত পরে ঠিক হয়ে গিয়েছে। বাকিরা সবাই স্ট্যাবল ছিলাম।

যেগুলো ভুল করেছিঃ
১। যাওয়ার সময় আমাদের বলা হয়েছিল, কিছু খাবার নিয়ে উঠতে নৌকায়। কিন্তু, কোন কারণে সেটা মিসিং হয়ে যায়। আসলে সমুদ্রের আবহাওয়ায় ক্ষুধা পায় প্রচন্ড। পেট ভরা থাকলেও ক্ষুধা পায়। তাই বিস্কিট, কেক, পিঠা ইত্যাদি শুকনা খাবার নিয়ে উঠতে হয়। নৌকায় এসব কিছু পাওয়া যায় না। :(( :(( :((
২। বাসের মত নোকার মাঝে বসা কে নিরাপদ মনে করেছি। B-) আমরা তারাতারি যেয়ে মাঝের অংশে যায়গা দখল করেছিলাম। কিন্তু আসল ঘটনা হচ্ছে, মাঝের অংশই বেশি ঝুকিপূর্ণ :( :(

জেনে রাখতে পারেনঃ
> সেন্ট মার্টিন এ যেতে হলে আপনাকে টেকনাফ যেতেই হবে।
> অনেক টাকা থাকলে হেলিকপ্টারে যেতে পারবেন, খরচ হবে ৩০ হাজার টাকার মত
> ট্রলারে যাতায়াত খরচ যেতে ২১০ টাকা এবং ফিরে আসতে ১৫০ টাকা
> জাহাজে ৪৫০ টাকা (প্রায়)
> ট্রলারে মানুষ যতটা ভয় দেখায়, আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই।

একই সাথে আমার ব্যাক্তিগত ব্লগে সেন্টমার্টিন ভ্রমণ ক্যাটাগরীতে প্রকাশিত

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আমি তো ভেবেছিলাম মালয়েশিয়া যাবার ভুতে ধরেছে বুঝি! :P

২৮ শে মে, ২০১৫ রাত ৯:৪০

লাবিব ইত্তিহাদুল বলেছেন: মালয়েশিয়া যাবার ভুত চাপে নাই তবে মিয়ানমার যাওয়ার প্রোপোজাল পাইছিলাম ওখানে যাওয়ার পর :P :P
বৈধ উপায় ও আছে যাওয়ার। সেটাও জেনেছি ওদের একজনের থেকে। যাবেন নাকি? =p~ =p~

২| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:৪৪

জামাল হোসেন (সেলিম) বলেছেন: না রে ভাই, রোহিঙ্গা বলে যদি ধরে মাইর দেয়?

২৮ শে মে, ২০১৫ রাত ১১:০৫

লাবিব ইত্তিহাদুল বলেছেন: রোহিঙ্গার দেখা পাই নাই। আর ওখানকার মানুষ সত্যি ভাল। একেবারে মাটির মানুষ। আমাদের ঢাকা শহরের মানুষগুলার মত এত কুটিল না।
তবে কক্স বাজারের মানুষ গুলা ঢাকার মানুষকে ১০ বার বেচতে পারবে।

৩| ২৮ শে মে, ২০১৫ রাত ১১:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: একটা সিগনাল পড়লেই বুঝতেন ট্রলার কি বস্তু। ;)

২৮ শে মে, ২০১৫ রাত ১১:২৬

লাবিব ইত্তিহাদুল বলেছেন: আপনার সিগনালে পরার অভিজ্ঞতা আছে নাকি? :) :)
আমার তো ট্রাফিক পুলিশ ছাড়া রাস্তায় আর কারো সিগন্যানের অভিজ্ঞতা নাই :-B :-B

৪| ২৯ শে মে, ২০১৫ রাত ১:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: ৩ নাম্বারেই যে উথাল পাথাল লাফ দিতাছিলো আর দুই চাইর নাম্বার বারলেতো নাড়িভুড়ি গলা দিয়া বাইর হইয়া যাইতো।

সিগনাল পড়লেই উইঠেন ট্রলারে, হেব্বি মজা হইবো। ;)

২৯ শে মে, ২০১৫ সকাল ৮:৪৪

লাবিব ইত্তিহাদুল বলেছেন: পরামর্শ গৃহীত হইল, চেষ্টা করে দেখব নে :P B-)

৫| ২৯ শে মে, ২০১৫ রাত ২:১৭

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আমারতো সমুদ্র দেখলেই খিদা লাগে। :D আপ্নেরা এক্কেরে সমুদ্রে ভাইসা খালি প্যাটে ছিলেন ক্যামনে। #:-S

মজাই মজা। :#) :#)

২৯ শে মে, ২০১৫ সকাল ৮:৪৫

লাবিব ইত্তিহাদুল বলেছেন: সিদা হয়া আছিলাম :( :((

৬| ৩০ শে মে, ২০১৫ সকাল ৯:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আমি তো ভেবেছিলাম মালয়েশিয়া যাবার ভুতে ধরেছে বুঝি! :P

৩১ শে মে, ২০১৫ দুপুর ১২:১৭

লাবিব ইত্তিহাদুল বলেছেন: B:-)

৭| ৩০ শে মে, ২০১৫ সকাল ১১:০৪

সুমন কর বলেছেন: হুম, বুঝলাম !!

৩১ শে মে, ২০১৫ দুপুর ১২:১৭

লাবিব ইত্তিহাদুল বলেছেন: #:-S 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.