নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাঝে মাটির কুটির

১১ ই মে, ২০১৭ বিকাল ৩:২২



গাঁয়ের মাঝে মাটির কুটির
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া গাঁয়ের মানুষ আপন,
গাঁয়ের মাঝে মাটির কুটির, আমার বাস ভবন।

দিঘির জলে মরাল ভাসে, বধূরা করে সিনান,
দিঘির পাড়ে আমেরগাছে কোকিল গাহে গান।

গাঁয়ের মাঠে চরায় গরু আমার গাঁয়ের রাখাল,
মধুর স্বরে বাজায় বাঁশি সাথে নিয়ে গরু পাল।

গাঁয়ের মাঝি নৌকা চালায়, অজয় নদীর ঘাটে,
ভোর হতে সন্ধে অবধি সেথা তার দিন কাটে।

গাঁয়ের পথে উড়িয়ে ধূলো গোরুর গাড়িটি চলে,
পান্থ-পথিক অলস দুপুরে বসে তরু ছায়া তলে।

বিকেল হলে বনটিয়া এসে লুকায় মাঠের আলে,
শিকারী শকুনি বসে থাকে উঁচু গাছের মগডালে।

পাহাড় ঘেঁষে সূর্য ডোবে অজয় নদীর ঐ পারে,
আমার গাঁয়ে আঁধার নামে নির্জন পথের ধারে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ বিকাল ৩:২৪

নিশাত১২৩ বলেছেন: খুব ভালো হয়েছে কবিতা +++++

২| ১১ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৩

বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার কবিতা। শুভ কামনা রইল।

৩| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

ধ্রুবক আলো বলেছেন: খুব চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.