নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের পথে রাখাল চলে

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০০



গাঁয়ের পথে রাখাল চলে
লক্ষ্মণ ভাণ্ডারী

রাতি কাটে প্রভাত হয়, আসে নতুন সকাল,
গাঁয়ের পথে রাখাল চলে নিয়ে গরুর পাল।
বিহগ সব তরুর শাখে নিত্য করে কলতান,
আম্রশাখে কোকিল গাহে মাতাল করে প্রাণ।

গাঁয়ের পথে তাল সুপারি, খেজুরগাছের সারি,
আঁকা বাঁকা পথ চলেছে, গাঁয়ের সীমানা ছাড়ি।
পদ্ম পুকুরে কমল ফোটে আসে অলির দল,
অজয় নদী আপন বেগে হয়ে চলে কল কল।

নদীর জলে ভাসিয়ে তরী গাঁয়ের মাঝি ভাই,
যাত্রী বোঝাই নৌকা লাগায়, নদীর কিনারায়।
পথের দুধারে ধানের খেতে সবুজ অভিযান,
রাঙা মাটির পথের ধারে আছে গরুর বাথান।

গাঁয়ের পথে রাখাল চলে বাজায় বাঁশের বাঁশি,
গা আমার মাটি আমার, আমি গাঁকে ভালবাসি।
































মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:১১

ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর! ছন্দময় কাব্যকলা!

২| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২০

খালিদ১২২ বলেছেন: Nice

৩| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:০৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.