নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নয়ন দিঘির ঘাটে

১৫ ই মে, ২০১৭ দুপুর ২:০২



নয়ন দিঘির ঘাটে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাঝে ছোট এক দিঘি নয়নদিঘি নাম,
দিঘির জলে রাজহাঁস কাটে সাঁতার অবিরাম।
নয়নদিঘিতে কমল ফোটে নিত্য অলি আসে,
অজয় নদী আপন বেগে বহে এগাঁয়ের পাশে।

দিঘির ঘাটে বধূরা আসে কলসী কাঁখে নিয়ে,
জল নিয়ে যায় আপনঘরে সরু গলিপথ দিয়ে।
বাঁশ বাগানের বেড়ার ধারে গরু ও বাছুর চরে,
আমের শাখে কোকিল ডাকে চিত্ত ওঠে ভরে।

পাড়ার ছেলেরা গামছা পরে নয়ন দিঘির ঘাটে,
তেল মাখে স্নানের সময়, রোজ সাঁতার কাটে।
ক্রমে ক্রমে পড়ে আসে বেলা সূর্য বসে পাটে,
সোনালী সূর্য উঁকি যে দেয়, নয়ন দিঘির ঘাটে।

সাঁঝের বেলা দিঘির ঘাটে জোনাকিরা সব জ্বলে,
নির্জন ঘাটে মৌন রাত্রি কানে কানে কথা বলে।



















মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

৩| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৬

ভিটামিন সি বলেছেন: ভালো লেগেছে খুব আপনার কোবতে। পড়ে মনে পড়ে গেল মনির খানের জনপ্রিয় গান
"গায়ের মেঠো পথের ধারে ছোট্ট একটি দিঘী,
সেই দিঘীতে রুপালী জল করে ঝিকিমিকি,
আইসো বন্ধু পল্লীবালা
গাথবো দু'জন ফুলের মালা।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.