নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটিতে জন্ম আমার

১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১




গাঁয়ের মাটিতে জন্ম আমার
লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটিতে জন্ম আমার,
গাঁয়ের লোক সবাই আপনার,

জন্মভূমি মাটি মা যে আমার।
এই মাতৃভূমি যে মা সবাকার।

আঁকা বাঁকা সরু গলির পথে,
চলে আনাগোনা ভোর হতে।

সকাল হলে লাল সূর্য ওঠে,
ফুলের বাগিচায় ফুল ফোটে।

গাঁয়ের মাটিতে সোনা ফলে,
রাজহাঁস ভাসে দিঘির জলে।

তাল, খেজুর ও সুপারি গাছ,
দিঘিতে জেলেরা ধরে মাছ।

গ্রাম সীমানায় পথের বাঁকে,
শালিক উড়ে ঝাঁকে ঝাঁকে।

পথের দু-ধারে সবুজ গাছে,
দোয়েল ফিঙেরা বসে নাচে।

নৌকা বাঁধা অজয়নদীর চরে,
ধবল বলাকা বসে মাছ ধরে।

লালশাড়ি পরা ঘোমটা দিয়ে,
গাঁয়ের বধূরা যায় জল নিয়ে।

পড়ে আসে বেলা সূর্য ডোবে,
নদীর পাড় লাল রঙে শোভে।

নির্জন ঘাটে গহন রাত্রি নামে,
ঘুমায় মানুষ সব আমার গ্রামে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৭ রাত ৮:০৮

ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লাগল কবিতা
তবে শব্দ বিন্যাসের
কিছুটা সুযোগ রয়েছে

শুভেচ্ছা রইল

২| ১৮ ই মে, ২০১৭ রাত ৮:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা।

৩| ১৮ ই মে, ২০১৭ রাত ৮:২০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.