নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমাদের গাঁয়ের পাশে

২০ শে মে, ২০১৭ বিকাল ৫:২৫




আমাদের গাঁয়ের পাশে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের এ গাঁয়ের পাশে
ছোট এক নদী বয়,
জ্যৈষ্ঠ মাসে অজয় নদে
এক হাঁটু জল হয়।

আমাদের গাঁয়ে সারি সারি
ছোট ছোট মাটির ঘর,
এই গাঁয়ে সতত সুখ-শান্তি
বিরাজ করে নিরন্তর।

আমাদের গাঁয়ে মাঝখানে
জল ভরা ছোট দিঘি,
প্রভাতে রবির কিরণে তার
জল করে ঝিকিমিকি।

আমাদের গাঁয়ে রাঙা পথের
দুধারেতে সবুজ গাছ,
তরুর শাখায় পাখিরা গাহে
শালিকেরা করে নাচ।

গাঁয়ের বধূ জল নিয়ে যায়
মাটির কলসি কাঁখে,
সারি সারি বক উড়ে চলে
অজয় নদীর বাঁকে।

আমাদের গাঁয়ে আঁধার নামে
জোনাকিরা জ্বলে পথে,
চাঁদের আলো ছড়ায় কিরণ
রাতের আকাশ হতে।
















মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

২| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

ছায়াহরিণ বলেছেন: কবিতাটি পাঠ করে নিজ গ্রামের কথা মনে পড়ে গেল।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.