নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গ্রাম সীমানায় পথের বাঁকে

২৩ শে মে, ২০১৭ দুপুর ২:০৮



গ্রাম সীমানায় পথের বাঁকে
লক্ষ্মণ ভাণ্ডারী

গ্রাম সীমানায় পথের বাঁকে
শালিক পাখিরা উড়ে,
প্রভাত রবি ছড়ায় কিরণ
সারাটা ভুবন জুড়ে।

সবুজ ডাঙায় চরে বেড়ায়
গরু মোষ ও ছাগল,
দিঘির জলে রোজ প্রভাতে
ফোটে নীল কমল।

অজয় নদী চলেছে বয়ে
এই গাঁয়েরই পাশে,
যাত্রী বোঝাই তরীখানি
নদীর জলে ভাসে।

এপার ওপার দুইপারেতে
ছায়ায় ঘেরা এই গ্রাম,
মধ্যিখানে ছোট অজয়নদী
বয়ে চলেছে অবিরাম।

গাঁয়ের মাঝে আছে অনেক
ছোট মাটির কুটিরঘর,
বাড়ির উঠোনে ময়না চড়ুই
করে খেলা পরস্পর।

গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ
আমি গাঁকে বাসি ভালো,
আঁধার নামে আমার গ্রামে
ঘরে ঘরে জ্বলে আলো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:২২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৫২

লক্ষণ ভান্ডারী বলেছেন: ধন্যবাদ বন্ধু। মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.