নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ের পথে

২৫ শে মে, ২০১৭ রাত ৮:০৪



আমার গাঁয়ের পথে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পথে
সকাল হতে
চলছে গরুর গাড়ি,

আম কাঁঠাল
সুপারি তাল
খেজুর গাছের সারি।

আমের শাখে
কোকিল ডাকে
পরাণ পাগল করে,

পাখিরা সব
করে কলরব
অন্তর ওঠে ভরে।

দিঘির ঘাটে
জল আনিতে
যায় বধূ কলসী নিয়ে,

স্নানের পরে
আসিছে ঘরে
ঘোমটা মাথায় দিয়ে।

পথের বাঁকে
উত্তর দিকে
অজয় নদীর ঘাট।

পূর্ব পশ্চিমে
আর দক্ষিণে
বিশাল সবুজ মাঠ।

দিনের শেষে
পাহাড় ঘেঁষে
সোনার রবি লুকায়,

আঁধার নামে
আমার গ্রামে
পাখিরা ফেরে বাসায়।

মন্দির মাঝে
কাঁসর বাজে
দেবীর আরতি হয়,

নদীর চরে
জোছনা ঝরে
শীতল বাতাস বয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


আসলে, আপনার গ্রামটি কি আছে? ওখানে যেতে চাই।

২| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৫৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.