নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটিতে স্নেহের পরশ

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪




গাঁয়ের মাটিতে স্নেহের পরশ
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে স্নেহের পরশ
এ মাটিতে সোনা ফলে,
দিঘিতে ফোটে সোনার কমল
মরালেরা ভাসে জলে।

তাল সুপারি খেজুরের গাছ
রাঙা পথের দুই ধারে,
পথের বাঁকে শালিকের ঝাঁক
সারি সারি যায় উড়ে।

সবুজ ডাঙায় চরায় ধেনু
এ গাঁয়ের রাখাল ভাই,
মিঠে সুরে বাজায় বাঁশি
অন্তরে পুলক জাগায়।

গাঁয়ের মাঠে ফসল কাটে
এ গাঁয়ের চাষী ভাই,
আঙিনায় দেখি ধানের মরাই
তুলনা যে তার নাই।

গাঁয়ের সবুজ শীতল ছায়ায়
ছোট ছোট মাটির ঘর,
পাঁচিল ঘেরা আঙিনায় শিশু
বসে খেলে নিরন্তর।

গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি
মাটি যে হয় মা সবার।
মাটিতে পাই স্নেহের পরশ
গাঁআমার মাটি আমার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

ইমরান আল হাদী বলেছেন: মাটির গন্ধমাখা প্রকৃতি ও মানুষের গল্প উঠে আসে আপনা প্রতিটি লেখায়।
লিখে যান অবিরাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.