নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বেলা যেই আসে পড়ে

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৩



বেলা যেই আসে পড়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

বেলা যেই আসে পড়ে পশ্চিমের মাঠে,
কূলে এসে ভিড়ে তরী অজয়ের ঘাটে।
ধবল বলাকা ওড়ে আকাশের গায়,
রাঙা মেঘ পার হয়ে দূরে উড়ে যায়।

রাখাল গরুর পাল নিয়ে ফিরে ঘরে,
সন্ধ্যাদীপ হয় শুরু মন্দিরে মন্দিরে।
পাখিরা বাসায় ফিরে করে কলতান,
মসজিদে মসজিদে শুনি যে আজান।

সাঁঝের আঁধার নামে গাঁয়েতে আমার,
তারাদল ওঠে ফোটে আকাশ মাঝার,
পূর্নিমার চাঁদ ওঠে সুনীল আকাশে,
জোছনার সাগরেতে সারা গ্রাম ভাসে।

রাত কাটে অবশেষে ভোর হয়ে আসে,
রাতের শিশির হাসে উঠোনের ঘাসে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুমন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভকামনা নিরন্তর।

২| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুমন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভকামনা নিরন্তর।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

শাহানাজ সুলতানা বলেছেন: খুব সুন্দর

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুমন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ প্রিয়কবি।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভকামনা নিরন্তর।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লিখেছেন যে।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুমন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভকামনা নিরন্তর।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুমন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.