নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

দয়াল ঠাকুর

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২







দয়াল ঠাকুর
-লক্ষ্মণ ভাণ্ডারী

দয়াল তোমার শ্রীচরণে
ঠাঁই যেন পাই আমি,
তুমি আমার পরম আপন
এই তো শুধু জানি।

তব আশীষ মাথায় নিয়ে
আমি চলি সংসার পথে,
রক্ষা করেন দয়াল প্রভু
আমার আপদে বিপদে।

পরম প্রেমময় পরম দয়াল
শ্রী শ্রী অনুকূল ঠাকুর,
তব কৃপায় ধন্য যে সবাই
সবার দৈন্য হয় দূর।

তুমি আমার প্রাণের ঠাকুর
তোমার চলা,তোমার বলা,
তোমার আশীষ মাথায় নিয়ে
মোর সংসার পথে চলা।

তব আগমনে ধন্য যে হল
বাংলা ও বিহার ভূমি,
জীবন মন্ত্রে মানব যন্ত্ররে
চালালে হে প্রভু তুমি।

সত্দীক্ষা নিয়ে তব নামগানে
প্রাণে প্রাণে জাগে সাড়া,
শেখালে মানবে ত্যাগের মহিমা
জীবন পথের বাঁচা-বাড়া।

তোমার নামে তোমার গানে
পুলকিত হয় তনু মন,
হে প্রভু মোর জীবনের সার
তুমি যে অমূল্য রতন।

তোমায় পেয়ে ধন্য হল
আমার এ জীবন,
পাই যেন অন্তিমে প্রভু
তব রাঙা শ্রীচরণ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

বিজন রয় বলেছেন: শ্রদ্ধা রইল।

কবিতায় উনাকে স্মরণ করছেন সেজন্য অনেক ধন্যবাদ।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: ভালো থাকুন, জয়গুরু।

২| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: শ্রদ্ধা B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.