নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাংলার গান বাঙালির আশা

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫





বাংলার গান বাঙালির আশা
লক্ষ্মণ ভাণ্ডারী

বাংলার গান বাঙালির আশা
আমি বাংলায় গান গাই,
বাংলা আমার হৃদয়ের গান
যেথায় বাংলার সুর পাই।

বাংলা আমার একতারা ভাই
বাংলা আমার স্নেহের পরশ,
বাংলার বাউল যেথায় মিলে
বাংলার তাই এত নাম যশ।

বাংলা আমার প্রাণের ভাষা
লিখি কবিতা তাই বাংলায়,
বাংলার নদী বাংলার জলে
গান গেয়ে মাঝি তরী বায়।

বাংলায় শুনি কোকিলের গান
বাংলায় দেখি পাখিরা নাচে,
বাংলার পথে বাজায় বাঁশি
গাঁয়ের রাখাল বনের কাছে।

শাল পিয়ালের বনের ধারে
দোয়েল শালিক ঝগড়া করে,
বাংলার মাটি যে সুখের স্বর্গ
মাটির পরশ বাংলার ঘরে।

বাংলা আমার জন্মভূমি তাই
সোনার বাংলা আমার দেশ,
বাংলায় যেন মরতে পারি
হাসিমুখে সহি সকল ক্লেশ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আপনি আমি আমরা বাঙ্গালী এটা বড় আনন্দের।

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আপনি আমি আমরা বাঙ্গালী এটা বড় আনন্দের।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক সুন্দর হয়েছে। :)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.