নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

প্রণাম তোমায় হে ঠাকুর

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৯





প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল,
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।

তুমি সৃষ্টি, তুমি স্থিতি,
বন্দনা করি নিতিনিতি,
তুমি হে প্রলয়ের গতি
তুমি অকূলের কূল।

প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।

তুমি রাম তুমি কৃষ্ণ
যুগাবতার শ্রীরামকৃষ্ণ
তুমি যীশু, গৌতমবুদ্ধ,
তুমি প্রভু আল্লা রসুল।

প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।


তুমি নররূপে ভগবান,
করিলে সত্দীক্ষা দান,
তুমিই যীশু, তুমি রাম,
অখিল জগতের মূল।

প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।

তুমি যে জগতের সার,
প্রণাম তোমায় বারবার,
দীক্ষা নিলে ভাঙে সবার
জীবনে চলার ভূল।

প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: জয় গুরু।

২| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার লিখা প্রায়শঃ পড়ি, কখনো মন্তব্য করা হয়নি।
আপনার কবিতাটা লিরিকের মত মনে হল। এটা কি গান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.