নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

আমি কাউন্টার নিশাচর প্রতিবাদ করছি "জয়" এর বিরুদ্ধে অপবাদ দেয়ার।

০৩ রা মে, ২০১৬ রাত ৯:০৬

খুবই দু:খ লাগে যখন দেখি, অনেকে বাংলাদেশের প্রথম স্বৈরশাসক, পাকিস্তানি গুপ্তচর জিয়াউর রহমানের দুর্নীতিবাজ ছেলে তারেক রহমানকে, বঙ্গবন্ধুর দৌহিত্র তারুন্যের অহঙ্কার গুগলের স্বপ্নদ্রষ্টা বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়ের সাথে তুলনা করে! অথচ "জয়" একটি ব্র‍্যান্ডের নাম, তার সাথে কি কারো তুলনা করা যায়? উনার মতো বিনয়ী ভদ্র জ্ঞানী দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ দ্বিতীয়টি খুঁজে পাবেন না!
.
খালেদা জিয়ার এক অপবাদের জবাবে সম্প্রতি এই বিজ্ঞানী বলেছেন, "আমি ধনী নই!" চিন্তা করতে পারছেন, উনি কতটা বিনয়ী? আমাদের পকেটে ১০ টাকা আসলেই অহঙ্কারে আমাদের পা মাটিতে পড়ে না। কথা বার্তায় চালচলনে আমরা ধনী ধনী ভাব দেখাই! আর উনি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হিশেবে মাসে ১ কোটি ৬০ লাখ টাকা বেতন পেয়েও বললেন, "আমি ধনী নই"! বাহ, রাজনীতিবিদদের তো এমনই নিরহঙ্কার হওয়া উচিত!
.
তিনি আরো বলেন, "খালেদা জিয়া আমার ধনী হওয়ার প্রমাণ দেখাতে পারলে, আমি সে অর্থ এতিমখানায় দান করে দেবো!"
যখন নিউজটা পড়ছিলাম, আবেগে আমার চোখে পানি এসে গেছিলো! কি মানবদরদী! কত্ত বড় মনের অধিকারী!
উনি ধনী হলে সে টাকা এতিমখানায় দান করবেন! একেই বলে বঙ্গবন্ধুর দৌহিত্র!
.
আহ! আজ তারই দৌহিত্র আরো ধনী হলে ব্যাংকে টাকা না জমিয়ে এতিমদের দান করে দেবার ঘোষণা দিয়েছেন! কী মহান!
আমাদের উচিত জয় সাহেবের জন্য দোয়া করা! আল্লাহ যেন তাকে আরো ধনী বানিয়ে দেন!
.
কিন্তু ষড়যন্ত্র থেমে নেই! আজ জয়কে হত্যার পরিকল্পনা হচ্ছে। একাত্তরের ১৪ ডিসেম্বর যেভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিলো, জয় হত্যার পরিকল্পনা সে ষড়যন্ত্রেরই অংশ!
মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিজ্ঞানী জয়কে হত্যা করে দেশকে মেধাশূণ্য করার পায়তারা চলছে! একদম সত্যি কথা! দেশের মানুষের মেধা মূলত জয়ের উপরই নির্ভরশীল! তরুন প্রজন্ম এই বিজ্ঞানীকে দেখেই প্রেরণা পাচ্ছে, তার মতো হবার স্বপ্ন দেখছে। তাই জয় হত্যা মানেই সব মেধাবীকে হত্যা!
.
অনেককে দেখছি প্রশ্ন তুলছে, জয়কে হত্যার পরিকল্পনার "সন্দেহে" শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। অথচ দেশে আরো অনেক মায়ের সন্তানকে অলরেডি হত্যা করা হয়েছে, হচ্ছে, ১৬ বছরের ছেলেকে পুলিশ ধরে নিয়ে হত্যা করে চোখ উপড়ে ফেলেছে।
ঘটনা
খুনীরা প্রকাশ্যে ঘুরছে। কই, এর তো বিচার হলো না?
......প্রশ্ন শুনে আমি হাসি! যারা মারা গেছে, তারা কি জয়ের মতো মেধাবী ছিল? তাহলে এদুটোর তুলনা একসাথে কেন?
কাউসার আলম

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:২৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: উরে ভাইয়ু.... আবেগে যে কান্দি দিলাম।।

০৩ রা মে, ২০১৬ রাত ১০:১৯

কাউন্টার নিশাচর বলেছেন: আমারও কান্না আসছে ভাউ

২| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:৩৫

এইচ এম রাইহান বলেছেন: দালালি আর কতকাল জনাব? দালালি করলতে কি কেউ টাকা দেয়? যদি দিয়ে থাকে তবে করুন, আর যদি তা না দেয় তবে দালালি ছেড়ে মুক্তভাবে চিন্তা করতে শিখুন। নিজের ব্যক্তিত্ব গঠন করতে শিখুন।

০৩ রা মে, ২০১৬ রাত ১০:৩২

কাউন্টার নিশাচর বলেছেন: এই উপদেশ অনেকেই দিয়েছে কিন্তু বুঝতে পারছি না কিভাবে ব্যক্তিত্ব গঠন করব? কোন টিপস দেবেন?

৩| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:৩৯

এইচ এম রাইহান বলেছেন: একখান কাউন্টার এটাক দিলাম। (কেবল মজা করার জন্য)

০৩ রা মে, ২০১৬ রাত ১০:৩৩

কাউন্টার নিশাচর বলেছেন: ঠিক আছে তবে আপনার কথাগুলো উপদেশ হিসেবেই নিয়েছি।

০৩ রা মে, ২০১৬ রাত ১০:৪০

কাউন্টার নিশাচর বলেছেন: আর আপনার "মুক্তচিন্তা বনাম মৌলবাদ" লেখাটা অসাধারণ ছিল। আশা করি লেখাটা নির্বাচিত পাতায় গেছে।

৪| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৩৮

মানবী বলেছেন: কথা সত্য... খুব সত্য।




স্যাটায়্যার ভালো হয়েছে।
আমি মানবী কাউন্টার নিশাচরকে ধন্যবাদ জানালাম।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৫৭

কাউন্টার নিশাচর বলেছেন: এটা যে স্যাটায়ার অনেকেই বোঝেননি।
আপনাকেও ধন্যবাদ @মানবী

৫| ০৪ ঠা মে, ২০১৬ ভোর ৪:১১

হাসান কালবৈশাখী বলেছেন:

০৬ ই মে, ২০১৬ রাত ৯:১৭

কাউন্টার নিশাচর বলেছেন: আরে কালবৈশাখী সাহেব যে , বিখ্যাত হাম্বালিগের দালাল।
নমস্কার দাদা। কেমনচেন?

৬| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:২২

রাঙা মীয়া বলেছেন: ঠিকই বলেছেন B-)) চালিয়ে যান :`>

০৬ ই মে, ২০১৬ রাত ৯:১৭

কাউন্টার নিশাচর বলেছেন: চালিয়ে যাব ইনশা আল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.