নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবই ভাল

সবই ভাল

চলন বিল

সবই ভাল

চলন বিল › বিস্তারিত পোস্টঃ

ভোটের আগেই হাম্বালিগের সুষ্ঠু ভোটের সামান্য নমুনা মাত্র !! বিএনপি নারী কাউন্সিলরের ওপর হামলা

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩

সেনাবাহিনী ব্যারাক থেকে আসার আগেই ছাত্রলীগের কর্ম সম্পাদন হয়ে যাবে।এমনকি ডাক্তাররাও পোস্টমর্টেম এর কাজ সেরে ফেলতে পারবেন।

রাজধানীর সেগুনবাগিচা ও খিলগাঁও এলাকায় আজ শনিবার বিকেলে জনসংযোগের সময় হামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীসহ দুজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সারওয়ার ওয়াদুদ চৌধুরী ও খিলগাঁও ২নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর প্রার্থী হাবিবা চৌধুরীর কর্মী নাজমুল হুদা।

জানা গেছে, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সারওয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন। সেগুনবাগিচা এলাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে আজ বিকেল তিনটার দিকে কর্মীদের নিয়ে জনসংযোগের সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন যুবক তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা সারওয়ারের বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। পরে তাঁকে আহত অবস্থায় কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে আজ বিকেল চারটার দিকে খিলগাঁওয়ের গোড়ান টেম্পো স্ট্যান্ডের সামনে বিএনপি-সমর্থিত হাবিবা চৌধুরীর মিছিলে গুলির ঘটনা ঘটেছে। এতে তাঁর কর্মী নাজমুল হুদা গুলিবিদ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাবিবা চৌধুরীর অভিযোগ, স্থানীয় ছাত্রলীগের কর্মীরা এ ঘটনায় জড়িত।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুত্র

প্রথম আলো


মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩

চলন বিল বলেছেন: Click This Link

২| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫০

রঙতুলি বলেছেন: এদের নেত্রি আদালত দ্বারা রং হেডেড ঘোষিত মিথ্যা বলা জাদের মজ্জা গত এরা দিবে সুসঠ ভোটের পরিবেশ?

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৬

চলন বিল বলেছেন: এক কথায় অরণ্যে রোদন।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৬

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: এরা বোধহয় আসলে নারী না, নইলে এতক্ষণে নারী অধিকারের সাথের লোকজন বিবৃতি দিত!!

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১১

চলন বিল বলেছেন: দিনকানারা এমনই বলে থাকে। পত্রপত্রিকায় খবর আসছে এরা নারী, আপনি সন্দেহ করেন নারী নয়।

নারীটি যখন বিএনপি দলের কেউ হবে, নারী অধিকারের লোকজন এমন সময় চুপ থাকবেই। তাদের মুখ খুলবে কেবল মাদরাসার বিরুদ্ধে, মেয়েদের পোশাকের স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই পরিধান করার ক্ষেত্রে।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৪৮

মিতক্ষরা বলেছেন: আওয়ামী লীগের সুবাদে চিরতরেই বাংলাদেশীরা ভোটাধিকার হারালো।

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৫

চলন বিল বলেছেন: খুন গুমের আওয়ামী রাজত্বে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, সরকারি লোকেরা পেট্রলবোমা মেরেছে । রাতের আধারে ধরে নিয়ে খালি করা হচ্ছে কত মায়ের বুক। ক্রস- ফায়ারের নামে কেড়ে নেয়া হচ্ছে তরুণ তাজা প্রাণ। বর্ষবরণে সোনার ছেলেরা ধ্রোপদীর বস্ত্রহরণের মত জন সমক্ষে মহিলাদের নগ্ন করে হায়েনার হাসি হাসছে । দেশের সবচেয়ে চরিত্রবান, ন্যায়নিষ্ট,মেধাবী, সত্যাশ্রয়ী ও আদর্শবান মানুষদিগকে কারাবন্দী করে নির্যাতনের ষ্টীম-রোলার চালানু হচ্ছে। ক্লিন ইমেজের রাজনীতিবীদদের গুম করে তাদের অবস্থান জানতে চাইলে, চরম রসিকতা করা হচ্ছে পরিবারের সাথে । জাতীর সম্পদ লুণ্ঠনকারী সর্বাপেক্ষা মিথ্যাবাদী, খূনি, লম্পট, ব্যাভিচারী, নাস্তিক ব্যাক্তিরাই আজ রাষ্ট্রের সর্বাপেক্ষা উচ্চতম নেতৃত্বের ও কত্তৃত্বের মালিক । অথচ সংখ্যায় এরা নগণ্য। এদেশের সংখ্যা গরিষ্ট আলেম সমাজ, সচেতন নাগরিক, সমাজের সহজ সরল সৎ মানুষ, এসব দেখেও না দেখার ভাণ করে, গা বাঁচিয়ে চলছেন । অতিতে এমন অনেক জাতীর উপর আল্লাহর গজব নেমে এসেছে শুধু জুলুমের প্রতিবাদ না করার কারণে। জালিমের অত্যাচারে যখন কারও সাহায্য না পেয়ে, মহান আল্লাহর কাছে হাত তুলে অশ্রু বিসর্জন করে তাকে ডাকেন, তখন তিনি মজলুমের ডাকে সাড়া দেন । কারাগারে বন্দী মির্জা ফখরুল, রিজভী আহমেদ, আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান মান্না, সহ শত শত ২০ দলের কেন্দ্রিয় নেতা । চৌধূরী আলম, এম, ইলিয়াস আলি, সালাহ উদ্দিন আহমেদ, খোকন শত শত নেতা গুমের শিকার । সারা দেশের হাজার হাজার নেতা কর্মী মামলা হামলার বুঝা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে রাতের পর রাত । সাগর - রুণীর এতিম ছেলে মেঘ, ইলিয়াস আলির মেয়ে নাওয়াল সহ জনি খোকন সালাহ উদ্দিন আহমেদের ছেলে মেয়েরা তাদের বাবার প্রতিক্ষায় আল্লাহর দরবারে হাত উঠায় । হে জাতী ! হে জাতীর বিবেক আলেম সমাজ ! একটি আসমানী গজব ধেয়ে আসছে আমাদের দিকে । গোয়ালের আগুনে ঘরও পোড়ে, প্লাবনের পানিতে আলেমও মরে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.