নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবই ভাল

সবই ভাল

চলন বিল

সবই ভাল

চলন বিল › বিস্তারিত পোস্টঃ

আমি আপনাদের এক কিংবদন্তির রাষ্ট্রনায়ক আর এক ভাগ্যহত জাতির কান্ডারীর কথা বলছি।

১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:১৩

১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতার ঘোষক
বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,বহুদলীয় গণতন্ত্রের
প্রবক্তা,সমবৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,চিরসবুজ কৃষিপ্রধান রাষ্ট্র
বাংলাদেশের কৃষকদের, মেহনতী মানুষের প্রিয় ব্যক্তি, রাখাল রাজা,বিশ্ব শান্তীর অগ্রদূত শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান।
♣♣
আপোষহীন নেত্রী, মাদার অব ডেমোক্রেসি,লুন্ঠিত গণতন্ত্র প্রবর্তন
সংগ্রামের নিবেদিত প্রাণনেত্রী, তিন তিনবারের সফল রাষ্ট্র প্রধান
দেশমাতা, শহীদ জিয়ার আদর্শের রুপকার বেগম খালেদা জিয়া।
বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক পটপরিবর্তনে ১/১১ র কথা সর্বজন বিধিত। তৎকালীন সামরিক জান্তা যাকে প্রশ্ন করেছিলেন
আপনি কি চান,দেশ না আপনার দুই সন্তান,তিনি খানিকক্ষণ
কেঁদেছিলেন, তারপর দৃঢ়কণ্ঠে বলেছিলেন,আমি দেশ,দেশের জনগণকে চায়। তাঁর এই জবাব ঐতিহাসিকভাবে প্রমাণিত তিনি
দেশকে দেশের মানুষকে কতটুকু ভালবাসেন।
♣♣
আজ দ্বিতীয় ভাগে আমি যে মাকে নিয়ে বলেছি,তিনি আজ থেকে
৩৩ বৎসর পূর্বে তাঁর স্বামীকে হারিয়েছেন,কিছুদিন হল দেশথেকে
বিতাড়িত ছোট সন্তান আরাফাত রহমান কে হারিয়েছেন।
বড় সন্তান আজও দেশথেকে সুদূর যুক্তরাজ্যে নির্বাসিত।তিনি
এখনো তাঁর ১৭ কোটি সন্তানের টানে পড়ে আছেন মাতৃভূমির
মাটি আকড়ে।অবৈধ সরকার এহেন নির্যাতন নেই যা তার উপর চালানো হচ্ছে না। তিনি অবিচল দেশ ও দেশের মানুষের মুক্তি
সংগ্রামে।
♣♣
মা তোমার দীর্ঘায়ু কামনা করছি। তোমি মনে রেখো বংলার ঘরে ঘরে তোমার সন্তান রয়েছে।যারা তোমার ডাকে সর্বোচ্চ ত্যাগ জীবন দিতেও বিন্দুমাত্র বিচলিত হবে না। বিজয় এনে তোমাকে উপহার দেব বলে অহর্নিশি কাজ করে যাচ্ছি।
ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৫ সকাল ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


ছাগলের রচনা

২০ শে মে, ২০১৫ রাত ৯:৪৪

চলন বিল বলেছেন: হাম্বার ল্যাদানি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.