নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবই ভাল

সবই ভাল

চলন বিল

সবই ভাল

চলন বিল › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের ফাঁসি দিলেই দেশ শাপ মুক্ত হবে। ছাত্রলীগের এগুলো তো এই প্রজন্মের মুক্তিযুদ্ধ।

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩০



বিশ্বের সবচেয়ে ভাল ছাত্র সংঘটন এই নিষ্পাপ শিশুটিকে তার নির্ধারিত সময়ের অনেক আগেই পৃথিবীর আলো দেখিয়েছে। আহা! কি মহৎ ছাত্র সংঘটন!! শুধু পৃথিবীর আলোই দেখায় নাই, সাথে বুলেট দিয়েও বরণ করে নিয়েছে যাতে শিশুটি ছোটবেলা থেকেই আয়রণ ম্যান হিসেবে গড়ে উঠে!"

-রাজনের জন্যে অনেক কেঁদেছেন, প্লিজ ওর জন্যও একটু কাঁদুন!! রাজনের জন্যে রাস্তায় দাড়াইছেন, প্লিজ ওর জন্য একটু দাড়ান!! নাকি ভালো ছাত্র সংঘটনের ভয়ে রাস্তায় দাড়াতে ভয় পাচ্ছেন?? যদি তাই হয়, তাহলে অন্তত ঘরের কোনে বসে কয়েক ফোটা চোখের জল ফেলেন, তাও যদি ঋণের শোধ হয়!


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের টেকটিভ মন্ত্র প্রতি উপ প্রধান..
সবাই দেখী স্পিকটি নট!!!!

আচাল বাচাল সব কিছূ জোট আর খালেদা জপারাও দেখি বুবা হয়ে গেছে!!!!

জাতি লঅখ লাখ টন পঁচাগম খাওয়ানো টকেটিভরা রা কই??????

শৈরাটনের হোতা, জ্বালাও পোড়াও জন্মদাতা রিভার্স গেমার, বাস পুড়ানোর রোগী নিয়ে পলিটিক্যালকাদুনে মিডিয়ারা কই??????

২| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

নতুন বলেছেন: এই শিশুকে যে গুলি করেছে তার কি হয়েছে? এইটা নিয়ে পত্রিকায় নিউজ দেখলাম না।

৩| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৮

ঢাকাবাসী বলেছেন: হাজার হাজার মরলো আর এই একটা বাচ্চার জন্য এত কিচু? আমাদের সয়ে গেসে, সইতে হপে!

৪| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭

প্রামানিক বলেছেন: শিশুটির চিকিৎসা ঢাক ঢোল পিটিয়ে করা হলো অথচ যারা গুলি করল তাদের কি অবস্থা তা জানতে পেলাম না।

৫| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ১. ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১২ ০
চলন বিল বলেছেন: তুই তো সেই লেবেলের চুদির ভাই
কুত্তার ল্যাঞ্জা কোনদিন সোজা হয় না
ব্লগারদের নাম ম্যানশন করে আউলফাউল লেখাও তোর স্বভাব, কোন দিন যাবে না

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩৭

চলন বিল বলেছেন: তোর মনে কি কষ্ট রে? আই লাভ ইউ

৬| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


ছাত্র যখন পড়ালেখা করে না, সে মাফিয়ায় পরিণত হয়।

৭| ৩১ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:১৬

সুরমাপুত্র বলেছেন: ভাই ছবিটা দেখে শিউরে উঠলাম। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.