নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবই ভাল

সবই ভাল

চলন বিল

সবই ভাল

চলন বিল › বিস্তারিত পোস্টঃ

গোয়েবলসীও নীতি কতটা ধ্বংসাত্মক?

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে। ফুয়েরার হিটলারের বিজয় ঢঙ্কা বাজছে চারদিকে। থার্ড রাইখ দুমড়ে মুচড়ে ফেলছে চারদিক।
গোপন সূত্রে সংবাদ এল, তিনজন জেনারেল ফুয়েরারের আদেশ মানছে না। সাথে সাথে গ্রেফতার করা হলো। ফুয়েরার (হিটলার) সিদ্ধান্ত নিলেন এই তিন বিদ্রোহীর শাস্তিটা একটু ব্যতিক্রমভাবে দিবেন।
তিন জেনারেলকেই একসাথে রাখা হয়েছে। নির্জন কুঠুরিতে ক্লাসিক মিউজিক চালিয়ে দেয়া হলো। ভেন্টিলেটার দিয়ে একটা চিকন নল সেলের ভেতরে ঢুকিয়ে দেয়া হলো। সেখান দিয়ে টপটপ করে ফোঁটা ফোঁটা পানির মতো একটা পদার্থ ঝরছে অনবরত।
.
ঘোষণা দেয়া হলো, পাইপ দিয়ে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়া হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু ঘটবে। ঘোষণার পরপরই দেখা গেল জেনারেলদের কপাল ঘর্মাক্ত হয়ে উঠলো। তারা কাশতে শুরু করলো।
.
চার ঘণ্টা পর ডিউটিরত অফিসার গিয়ে দেখল দুই জেনারেল ইতিমধ্যে মরে গেছে। আরেক জন ধুঁকছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার উপক্রম।
.
অফিসার বললেন:
-তুমি এমন করছো কেন?
-বিষের প্রভাবে?
-বিষ কোথায়? এটাতো সাধারণ পানির নল। ওটা দিয়ে এতক্ষণ পানি ঝরছিল। বিষটিষ সব মিথ্যা।
.
জেনারেলদেরকে আসলে তাদের মাথার চিন্তাই মেরেছে। তারাই পানিকে বিষ ভেবে, নিজের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিষের প্রভাব সৃষ্টি হতে দিয়েছে। হরমোন বের হতে দিয়েছে। মন আস্তে আস্তে মরার জন্যে শরীরকে প্রস্তুত করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শরীরে নেতিবাচক প্রভাব তৈরী করেছে।
.
ঠিক এমনটাই করছে প্রচারমাধ্যম। মুসলমানদের সাথে। প্রতিদিনই তারা আমাদের চেতনাবিনাশী তথ্য ছাড়ছে। ঘুমপাড়ানি গান শোনাচ্ছে।
.
আমরা তাদের দেয়া সংবাদের ভিত্তিতে নিজেদের সম্পর্কে ভাবছি। সেটাকে সত্য বলে ধরে নিচ্ছি। আমাদেরকে হত্যা করছি। মানসিকভাবে পঙ্গু করছি।
.
এমন ধ্বংসাত্মক কিছু চিন্তা হলো:
= ইসরাঈল বিশ্বের প্রথম সারির শক্তিধর একটা রাষ্ট্র।
= আমরা পশ্চিম থেকে শত বছর পিছিয়ে আছি। পাশ্চাত্যকে ধরতে আমাদের বহু বছর লেগে যাবে।
= পশ্চিমা সভ্যতাই হলো আদর্শ সভ্যতা।
= আরব ও মুসলিম যুব সমাজ অনর্থক কাজেকর্মে সময় নষ্ট করছে। তাদের দিয়ে কিছু হবে না। আশা করাও ভুল।
= আমরা কোন নতুন কিছু আবিষ্কার করতে সক্ষম নই।
= মুসলিম উম্মাহ এখন বিক্ষিপ্ত-ছত্রভঙ্গ। তারা গন্তব্যহীন পথ চলছে।
.
তারা আমাদেরকে এসব সংবাদ গেলাচ্ছে, আমরাও পরম বিশ্বাসে গিলছি। বাস্তবতার খোঁজ আর করছি না।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

সাজ্জাদ হোসেন জয় বলেছেন: দারুণ বলেছেন ভাই।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

চলন বিল বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া

২| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিক এমনটাই করছে প্রচারমাধ্যম। মুসলমানদের সাথে। প্রতিদিনই তারা আমাদের চেতনাবিনাশী তথ্য ছাড়ছে। ঘুমপাড়ানি গান শোনাচ্ছে।
.
আমরা তাদের দেয়া সংবাদের ভিত্তিতে নিজেদের সম্পর্কে ভাবছি। সেটাকে সত্য বলে ধরে নিচ্ছি। আমাদেরকে হত্যা করছি। মানসিকভাবে পঙ্গু করছি।

আত্ম পরিচয় হারা হলে যা হয়! নিজেকে নিজেই ভাল না বাসলে অন্যেতো আর ভালবাসা শিখিয়ে দেবে না। নিজের পরিচয়ে গর্বিত হবার মতো আত্মমর্যাদাবোধ থাকতেই হবে।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

চলন বিল বলেছেন: ব্লগার বিদ্রোহী ভৃগু
আপনি কি জানেন আমার প্রিয় ব্লগারদের তালিকায় আপনি এক নাম্বারে?

৩| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

গেম চেঞ্জার বলেছেন: আপনার গল্পটা মষ্তিষ্কে কম্পন সৃষ্টি করল।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২

চলন বিল বলেছেন: মস্তিষ্কে কম্পনও তুলতে পারি? আমি সার্থক

৪| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

ইতল বিতল বলেছেন: ঠিক।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩

চলন বিল বলেছেন: ধন্যবাদ

৫| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:

হ্যা, প্রচার মাধ্যম তারা দখল করেছে; কিন্তু খালেদা জিয়া যে, ৩২ বছর বিএনপি'র সভাপতি, শেখ হাসিনা ৩৪ বছর, এরশাদ যে, ৩০ বছর সভাপতি, এটাও ওদের প্রচারণা?

১৯৭১ সালে জামাতীরা বাংগালীদের বিপক্ষে যুদ্ধ করেছে, এটাও প্রচারণা? ওরা প্রাচার করে ইডিয়টদের লক্ষ্য করে।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

চলন বিল বলেছেন: কীসের মধ্যে কি ঢুকাইয়া দিছে? চাঁদগাযির মাথা ভর্তি আওয়ামি লিগ, বিএনপি, খালেদা ,হাসিনা, রাজাকার এরশাদ, চাঁদগাজির মত কূপমণ্ডূক লোকেরা এর বাইরে চিন্তাই করতে পারে না

৬| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ব্লগার বিদ্রোহী ভৃগু
আপনি কি জানেন আমার প্রিয় ব্লগারদের তালিকায় আপনি এক নাম্বারে?

জেনে কৃতার্থ হলাম। আমার মতো খুব সাধারণ একজন কারো প্রিয় শুধু নয় তালীকায় ১ম হতে পারি- ভাবতেই আনন্দ হচ্ছে। আপনার মহত্বই খুবই সাধারনকে ভালবাসায় উদ্ধুদ্ব করেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৭| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪

SohanX বলেছেন: আপনার এই লেখা পড়ে আমি অভিভূত | আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর লেখা উপহার দেবার জন্য |

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

চলন বিল বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

৮| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫

ক্রিবিণ বলেছেন: অনেক গুরুত্ববহ বিষয়...

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১

চলন বিল বলেছেন: সেট্টাই

৯| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৫

ধমনী বলেছেন: ভালো বলেছেন।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রথমটা পড়ে মনে হচ্ছে এত দূর্বল চিত্ত লোক জেনারেল হলেন কি করে?
তবে আপনার শেষের কথা গুলোর সহমত। এখন এমন একটা কথা প্রবাদের মত একসেপ্টেট হয়ে যাচ্ছে, যে পশ্চিমারাই সেরা। ইসলাম যথেষ্ট আধুনিক না, এই যুগে চলেনা। এর কুপ্রভাব আগমনী কালে পরিস্কার বোঝা যাবে।এখনই মুসলিমরা তাদের সৎকাজ , মূল্যবোধ থেকে সরে যাচ্ছে।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: তারা আমাদেরকে এসব সংবাদ গেলাচ্ছে, আমরাও পরম বিশ্বাসে গিলছি। বাস্তবতার খোঁজ আর করছি না।
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.