নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে নিয়ে তেমন কিছু লেখার নেই।“ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টজগৎকে ভাসিয়ে দেয়।”―Humayun Ahmed

ম্যাড মাক্স

স্বপ্ন থাকা খুবই জরুরি...স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না...সারা জীবন শুয়ে থাকলেই তো হয়...

ম্যাড মাক্স › বিস্তারিত পোস্টঃ

বিউল্ফ (Beowulf) ইংরেজি সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্য।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৯



- বিউল্ফকে বলা হয় The Earliest Epic (মহাকাব্য) in English Literature। যেমন বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ-১৮৬১ সালে রচিত।

- সম্ভবত ৬৫০ সালে এটি রচিত হয়েছিল।

-এই মহাকাব্যের লেখকের নাম জানা যায় নি।

- এটিকে ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন, তথা First Monument in English Literature বলা হয়ে থাকে।

- এই Heroic Epic টিতে ৩১৮২ টি লাইন রয়েছে।

- মহাকাব্যের নায়কের নাম বিউল্ফ, যিনি ইংল্যান্ডকে পাতালপুরীর রাক্ষসদের হাত থেকে রক্ষা করেন। পরে অবশ্য তিনি ড্রাগনদের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজে মারা যান।

- এই গ্রন্থের মূল পাণ্ডুলিপি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে।

বিউল্ফ এর প্রথম পাতা

- এই গ্রন্থের উপর ২০০৭ সালে হলিউডে অ্যানিমেশন মুভি তৈরী করা হয়। মুভি সম্পর্কে এখানে দেখুন

বিউল্ফ মুভির একটি পোস্টার

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:৪৩

অশ্রুকারিগর বলেছেন: জানা ছিলো না। সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.