নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে নিয়ে তেমন কিছু লেখার নেই।“ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টজগৎকে ভাসিয়ে দেয়।”―Humayun Ahmed

ম্যাড মাক্স

স্বপ্ন থাকা খুবই জরুরি...স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না...সারা জীবন শুয়ে থাকলেই তো হয়...

ম্যাড মাক্স › বিস্তারিত পোস্টঃ

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ সাথে আমারও

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৮



আগের পোষ্টে বলেছিলাম সেটাই হবে আমার শেষ পোস্ট কিন্তু লেখাটা আমার মনপূর্ত হয়নি। তাই আবার লিখতে বসলাম কবি গুরুর লেখা শেষ কবিতার কিছু লাইন আপনাদের সামনে তুলে ধরতে। তার 'শেষের কবিতা' এতবার পড়েছি যে তাকে ছাড়া কিছুতেই শেষ করা ঠিক হবে না। তার শেষ ও আমার শেষ না হয় এক বিন্দুতেই হোক।

রবীন্দ্রনাথ ঠাকুর অস্ত্রোপচারের ফলে মারা যান। অস্ত্রোপচার না হলে আরো কিছুদিন বাঁচতেন বলে অনেকে ধরনা করেন। অস্ত্রোপচারের কিছুদিন আগে ১৯৪১-এর জুলাই মাসের ৩০ তারিখে সকাল সাড়ে নটায় লেখেন তিনি তাঁর শেষ কবিতা। কবিতাটির অংশ :

" তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি

বিচিত্র ছলনাজালে হে ছলনাময়ী।

মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবন।

এই প্রবঞ্চনা দিয়ে মহত্তেরে করেছ চিহ্নিত,

তাঁর তরে রাখ নি গোপন রাত্রি।"


রবীন্দ্রনাথ ঠাকুর প্রবল বিশ্বাসী লোক ছিলেন। তবে মৃত্যুর আগে টলে গিয়েছিলো কি তাঁর বিশ্বাস? বিশ্বাস রাখা খুব কঠিন, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষেও।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৪

অরুনি মায়া অনু বলেছেন: আপনি কি ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন? নইলে লিখবেন না কেন আর?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.