নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের দিনে হিন্দি সংস বাজানো মহাপাপ!

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২


এই কথাটা প্রায়শই শুইনা থাকি। অনেকেই বইলা থাকেন রাস্তাঘাটে হাইটা যাইতে তারা শুনছেন যে ডিজে বাজাইতাছে, বিজয়ের দিনে কিংবা স্বাধীনতার দিনে এইসব কথা খুব শোনা যায়। বছরের বাকি দিনগুলাতে কেউ এইসব নিয়া মাথাই ঘামায় না।

বিজয়ের দিনে হিন্দি বাজানো মহাপাপ!
আমি বলি এইসব হইল রাবিশ কথাবার্তা।
কথা হইল, বিজয়ের দিনে কেউ হিন্দি সং বাজাইতেই পারে। তার ব্যক্তিগত পছন্দ যদি এইটা চায় যে আমি হিন্দি শুনুম তাইলে শুনবো। আমাগো কি তাতে? কেউ হিন্দি গান খুব শোনে, বছরের বাকি দিনগুলাতে যেমন শোনে তেমনি এই দিনেও শুনতে পারে, এমনকি এইটা।

কিন্তু তখন তাহা খারাপ হয় যখন কেউ বিজয়ের কোন অনুষ্ঠান কিংবা উদযাপনের নাম কইরা হিন্দি ডিজে বাজায়। খুব খারাপ কাজ হয় এইটা।
বাঙ্গালি হইল দেশপ্রেমিক, প্রেমে উন্মত্ত হইয়া ডিজে বাজানো তাদের শোভা পায়না, আর কেউ বাজায়ও না। আমি এ পর্যন্ত কোন বিজয় কিংবা স্বাধীনতার দিনে দিবস উদযাপনের নাম কইরা ডিজে বাজাইতে দেখিনাই। দুয়েকজন টোকাই ছেলেপুলে হয়ত হঠাৎ করতে পারে এরম কাজ, আর অমনি আমরা ফেবুতে চেতনা ছড়ায়া ছড়ায়া বিষয়টারে বড় কইরা ফেলতাছি।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি টোকাই?

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১

গালিব আফসারৗ বলেছেন: আমি বিজয় উদযাপনের নাম কইরা ডিজে বাজাই না :|

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


বিজয়ের দিনে হিন্দী গান বাজানো সঠিক হবে না; যদি হিন্দি "সংস" বাজায় আপত্তি নেই; আপনি কি টোকাই?

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩

গালিব আফসারৗ বলেছেন: আমি এখানে ব্যক্তিগত পছন্দ আর সমষ্টিগত উদযাপনের কথা বলেছি।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

মলাসইলমুইনা বলেছেন: আপনার সাথে একমত কে কি গান শুনবে, কোন দিন শুনবে সেটা অন্যদের ব্যাপার না হওয়া ভালো | কিন্তু যেটা ভেবে আমার খারাপ লাগে সেটা হলো আমরা এমন একটা হতাশার অবস্থা করেছি দেশে, এমন একটা ইয়াং জেনারেশন তৈরী করেছি যে এরা বিজয় দিবস বা স্বাধীনতা দিবসেও হাই ভলিউমে হিন্দি গান শুনতে কোনো রকম দ্বিধা করে না | এই ইয়াং জেনারেশনটা যখন আরেকটু বড় হয়ে জাতির দায়িত্ব নেবে তখন কি হবে সেটা ভেবেই খারাপ লাগে | এরা কি দেশের উন্নতির কথা আদৌ ভাববে ? এছাড়া হাই ভলিউমে হিন্দি গান শোনার মধ্যে খারাপের কিছু নেই | এতো অব্যবস্থা যখন দেশে তখন হিন্দি গান শুনলেই কি আর বেশি অশুদ্ধ হবে ?

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫

গালিব আফসারৗ বলেছেন: মন্তব্যের জন্য ভালোবাসা। সঠিক বলেছেন। আজাইরা তর্কে মাইতা থাকি আমরা।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা গণতান্ত্রিক বাংলাদেশ, এখানে যার ইচ্ছে ছিচকে চোর হবে, যার যোগ্যতা আছে সে চোর থেকে মাফিয়া ডন হবে।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬

গালিব আফসারৗ বলেছেন: প্রায় তেমনটাই

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

কালীদাস বলেছেন: কি করব কন? এইডি ছাড়া অন্য কিছু চিনে না, অন্য কিছু আছে কিনা সেইডিও খুঁজার দরকারও পড়েনা।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬

গালিব আফসারৗ বলেছেন: আজাইরা তক্ক করতে খুব ভালোবাসে যে তাহারা

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

চানাচুর বলেছেন: আজকে সারাদিন দেশত্নবোধক গান শুনতে পেলাম। এই মাত্র শুরু হয়েছে "ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট" /:) তারপরই দেখলাম আপনার পোস্টটা

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

গালিব আফসারৗ বলেছেন: দেখার জন্য ভালোবাসা

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো এক দিন্যা তর্ক। দেশের কোন কাজে আসে না এসব তর্কে। দেশ চলতে হবে সিস্টেমে। সুশাসনের সিস্টেমে...

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮

গালিব আফসারৗ বলেছেন: সিস্টেম নাই অহন কোনো

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: আসুন আগে আমরা ভালো হই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.