নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

প্রেম-ভালোবাসা নিয়া দার্শনিকদের কচকচানি

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭


০১. মহান প্লেটো বলিছেন
-"প্রেম হইল মানসিক ব্যথী "
-"প্রেমের পরশে প্রত্যেকেই কবি হইয়া ওঠে।"

প্লেটোর দর্শন প্লেটোনিজম নামে পরিচিত। এই প্লেটোনিজমের মইধ্যে প্রেম সম্পর্কিত একটি মতবাদ আছে, যার নাম হইল Plalonic Love (বায়বীয় প্রেম!)। যে প্রেমে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসার গভীরে অবগাহন করবে কিন্তু শরীর নামক বস্তুটির কোনও প্রকার উপস্থিতি থাকবে না- প্লেটোর মতবাদ অনুসারে মুলতঃ প্লেটোনিক প্রেমের সজ্ঞা এমনটাই।

প্লেটোর প্রেমে যৌনতা বা শরীর কোন গুরুত্বই পায় নাই।

০২. দার্শনিক এম্পেডোক্লিস বলেন "ভালোবাসা হইল মৌলিক বল।"
জটিল কথা, আমি কম বুঝি এইটা।

০৩. বার্ট্রান্ড রাসেল বলেছেন, ‘সুখের গোড়ায় ভালোবাসা। ভালোবাসার স্পর্শ ব্যতীত সুখের স্বাদ পাওয়া যায় না।’

রাসেল প্রেম-ভালোবাসার মইধ্যে শরীরকে অত্যধিক গুরুত্ব দিছেন। যৌনতাই এই দার্শনিকের প্রেমের চালিকাশক্তি! এই বেডায় বিয়াও করছিলেন তিন-চাইরটা, প্রেম করছেন কয়েকটা!


০৪. কনফুসিয়াস কইছেন "কোন কিছুকে ভালোবাসা হইল সেটি বেঁচে থাক তাহা চাওয়া।"

পিউর লাভ

০৫. দার্শনিক-নাট্যকার বার্নার্ড শ বলিছেন "প্রেম হইল একটি জলন্ত সিগারেট, যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই।"

বার্নার্ড শ নিজেই কিন্তু চুটায়া প্রেম কইরছেন!

০৬. দার্শনিক-মনসতত্ত্ববিদ ফ্রয়েড ভয়ংকর কথা কইছেন, "সব প্রেমের উৎস হইতাছে কামপ্রবৃত্তি।" এমনকি বাবা-মেয়ে, মা-ছেলের সম্পর্কও!

একটা ফালতু মতবাদ, মনে করি। পবিত্র রক্তের সম্পর্কগুলারেও ফ্রয়েড নোংরা কইরা দিছে।

০৭. হার্বার্ট স্পেন্সার ভদ্রলোক প্রেম সম্পর্কে বলতে গিয়া দেখান যে, প্রেম হইল দেহ ও মনের মইধ্যের কিছু সুক্ষ্ম উপকরণ নিয়া গঠিত। এর ভিত্রে যৌনতা, মমতা, সৌন্দর্য সব আছে।

অনেকটা পরিপূর্ণ কথা।


০৮. গ্যেটে বলতিছেন," ভালোবাসা হইতাছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হইতাছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হইব না।"

আহা! এইকালে এই আদর্শ আর বাস্তবতার দ্বন্দ্বে কত্ত প্রেমিক-প্রেমিকার বিচ্ছেদ হইতাছে!

০৯. ফ্রাঁসোয়া রেনার বলেন "ভালোবাসি আমরা কোন কারণ ছাড়াই, আবার কারণ ছাড়াই ঘৃণা কইরা থাকি।"

আমি কেন ভালোবাসি? জানিনা, শুধু জানি ভালোবাসি।

১০. দার্শনিক কবি রবি ঠাকুর কন "ভালোবাসার আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।"
ঠাকুর সাব কি কইলেন! পুরাণ প্রেমের বেদনা হইতাছে!

১১. দার্শনিক লালন কইলেন. "ভালোবেসে যদি কলঙ্ক না লাগে, লাগে কি গো ভালো?"

আমার প্রিয় একটা বচন! লাভ ইট।

১২. দার্শনিক হেইড বলছেন, "গভীর ভালোবাসার কোন ছিদ্রপথ থাকতে পারে না।"

ছিদ্র নাই তাই ভয় নাই, খাটি প্রেমে ফাঁক থাকেনা। বিচ্ছেদ থাকেনা।

১৩. নফডেয়ার কন "সবকিছুর শুরু, মধ্য এবং অন্তই হইতাছে প্রেম।"
প্রেম ছাড়া কি সম্ভব, কন?

১৪. দার্শনিক কবি কাজী নজরুল সরস একখান কথা কইছেন, " প্রেম আর কামনা দুইটা ভিন্ন জিনিষ। ‘যে প্রেম দুজনের দেহকে দুদিক থেকে আকর্ষণ করে মিলায়া দেয়, সেইটা ভালোবাসা নয়, সেইটা অন্য কিছু। সেইটা হইল মোহ আর কামনা।’

প্রেম নিয়া একটা পরিচ্ছন্ন ও পরিপুষ্ট কথা। নজরুল তাই পবিত্র ভালোবাসা বাসছিলেন। বেচারা, অনেককিছুই পান নাই!

#ব্যক্তিগত সংগ্রহ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর কালেকশন।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

মরুচারী বেদুঈন বলেছেন: তয় প্রেম নিয়া আপনার দর্শনটা জানিতে চাই!

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

গালিব আফসারৗ বলেছেন: আমি লজিকাল এমপিরিসিস্ট, এইসব প্রেম-ট্রেমে পোষায় না,, হিহি

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০

কানিজ রিনা বলেছেন: ১। প্লেটো ২। দার্শনিক হেইড ৩। দার্শনিক
কাজী নজরুলের থিওরী সত্য।
যেমন প্রেম দুরে থেকে অসাধারন, কাছে
থাকলে সাধারন। লাইলি মজনু ইউসুপ জুলেখা
রোমিও জুলিয়েট এরকম অসংখ্য কাহিনী
প্রেমের ইতিহাস লিপিবদ্ধ। প্রেম অসংখ্য হতে
পারেনা প্রেম একটি। আল্লাহ্ যেমন এক।
চন্দ্র সুর্য একটি। যার যার অন্তর একটি
মানুষ একটিই। যত নদীতে ভাসো কাপোল
জেনে রেখো মানুষ তুমি একজনই অন্তর
আত্বায় দেহে চেহারায় তুমি একজনই।
প্রেম টাকার বস্তা না যে জনে জনে ভাগ
করা যায় একজন থেকে কেড়ে নিয়ে আর
একজনকে দেওয়া যায়। আমার বিশ্বাস
এইটাই। উপস্থাপন ভাল লাগল অনেক ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

গালিব আফসারৗ বলেছেন: ভালো কিছু কথা,ধন্যবাদ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০

কুঁড়ের_বাদশা বলেছেন: প্রেমে পড়িয়া তো আমি হইয়াছি দার্শনিক কুঁড়ের বাদশা। :)

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

গালিব আফসারৗ বলেছেন: দার্শনিক কচকচানি দিতে থায়েন।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭

মরুচারী বেদুঈন বলেছেন: ওস্তাদ আমি আপনার শিষ্য হইতাম চাই!
@কুঁড়ের বাদশা

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

কুঁড়ের_বাদশা বলেছেন: @মরুচারী বেদুঈন,

আপনাকে দার্শনিক কুঁড়ের বাদশার শিষ্য বলিয়া গণ্য করা হইল। ;)

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: কত বড় বড় মহৎ কথা!!!

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

গালিব আফসারৗ বলেছেন: উনারা মহৎ আছিলেন :)

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

মরুচারী বেদুঈন বলেছেন: একখানি ধন্যবাদ প্রদান করা হইল! ;) @কুঁড়ের বাদশা

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

বদিউজ্জামা০০৭ বলেছেন: ভালো লাগলো

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ, আবার আসবেন

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ০৬. দার্শনিক-মনসতত্ত্ববিদ ফ্রয়েড ভয়ংকর কথা কইছেন, "সব প্রেমের উৎস হইতাছে কামপ্রবৃত্তি।"



লালন বলেছেন, কাম হইলো প্রেমের লতা
কাম ছারা প্রেম যতাতথা।


ফ্রয়েড ও লালন একই কথা বলেছেন বলা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.