নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

ভুলো মনের আহাজারি

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫


ইদানীং খুব ভুলো মন হয়েছে আমার। হরহামেশাই ভুলে যাচ্ছি প্রয়োজনীয় অনেক কিছুই।

অনেক কাজের ভিড়ে মোবাইল ফোনটা আজকাল এতই গুরুত্বপূর্ণ যে, এটা ছাড়া জীবন স্থবির হয়ে যায় প্রায়।
অথচ আজকে ভার্সিটি যাওয়ার সময় ফোনটা ভুলে রুমে ফেলে রেখে গিয়েছি। তার জন্যে সারাটা দিন আমার অপূর্ণতায় কি নেই কি, নেই করে কেটেছে। ভার্সিটি থেকে ফিরে এসে দেখি ৯০ টা মিস কল।

কালকে ক্লাস শেষে লেকচার তোলা খাতাটা ক্লাসেই ফেলে রেখে এসেছিলাম মনের ভুলে। আজ ডিপার্টমেন্টে যাওয়ার পর এক আপু আমার খাতাটা ফিরিয়ে দিলেন।

আজকে ক্যান্টিনে লাঞ্চ করতে বসে বই-খাতা সহ অনেককিছুই ভুলে ফেলে রেখে এসেছিলাম। বহুক্ষণ পরে মনে পরে গেলে গিয়ে দেখি সব সেরকমই আছে।

কে যেন একজন দেখা করতে বলেছিলো ভার্সিটিতে। আমি ভুলে বসে আছি। তার সাথে আর দেখা করা হয়নি।
মাঝেমাঝে এতটাই ভুলোমনা হয়ে যাই যে প্রত্যেকদিন নিয়ম করে করা কাজটাও অনেক সময় করতে মনে থাকেনা।

কেন এমন হয় জানিনা। হয়ত স্মৃতি হাতড়ে বেড়ায় ফেলে আসা কর্মব্যস্ত মনের অনুরণন। ভুলে যাওয়া সময়ের আদলে হৃদয়ে স্থান করে নেয় নতুন কোন স্থবিরতা।
ফলস্বরুপ বকা খেতে হয় অনেকের কাছে। জীবন মাঝেমধ্যে থেমে যায় ভুলে যাওয়া মনের অচেনা গলিতে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



৯০ টা মিস কল? আপনি কি ইউনিভার্সিটির ছাত্র, নাকি ইউনিভার্সিটির মালিক?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২

গালিব আফসারৗ বলেছেন: :) হা হা হা। মালিক শুধু ইউভার্যিটির হইলেই কি এত্তগুলা কল আসে? অন্যকিছুর মালিক ও তো হইতে পারি B-)

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০

কালীদাস বলেছেন: ৯০টা মিসকল? কার মাথায় ঠাডা পড়ছিল? সমস্যাটা কি?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

গালিব আফসারৗ বলেছেন: একটা প্রবলেমে পড়ে ফোন দিয়েছিলো একজন অনেকগুলা। বাকি কয়েকজনও দিছিলো। কিছুটা গোপন ব্যাপার B-)

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫

মাআইপা বলেছেন: ভালই তো
এখন ইচ্ছা করেই সবকিছু ভুলতে চেষ্টা করেন
দেখবেন সবই মনে পড়ছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯

গালিব আফসারৗ বলেছেন: বাহ, ভালো আইডিয়া দিলেন তো! :)

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: আপনার বয়স মনে হয় অল্প। তাই আবেগ বেশি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০

গালিব আফসারৗ বলেছেন: একেবারেই অল্প ভাই, মাত্র একুশ পার হচ্ছি :)

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

মিরোরডডল বলেছেন: I believe all missed call from your GF. who else can be that crazy:-)

anyway, recently I did the same. I picked up car from car wash and on the way back home realised something is missing. you know what? I left the trolley with all groceries in car wash centre.

sometimes it happens. Feels like "jibon furalo naki!!!!"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.