নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

একজন দরিদ্র স্কুলছাত্র ও প্রতিপক্ষ টাকার দুনিয়া

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:০৬



আমি তখন ক্লাস নাইনে পড়ি। আমাদের বার্ষিক পরীক্ষা চলছে। প্রথম পরীক্ষার দিন, আমরা সবাই পরীক্ষা দিতে এসেছি। প্রশ্ন দেয়া হয়ে গেছে, খাতায় লিখছি। হঠাৎ আমাদের ক্লাস টিচার এসে বন্ধু মহিমের নাম ধরে ডাকলো। বললো, তুমি পরীক্ষার ফি দাওনি তো, ফি এনেছো? মহিম কিছু বললো না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
স্যার তখন বকা দিলেন, ফি যখন আনোনি তখন পরীক্ষা দিতে এসেছো কেনো? বেরোও হল থেকে, যাও।

আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, মাথা নিচু রেখেই ও চলে যাচ্ছে, চোখের নিচে অশ্রু টলমল করছে ওর।

মহিম খুব দরিদ্র ছিলো। বাবা দিনমজুর। বইখাতা ঠিকমতো কিনতে পারতোনা। দুবেলা ঠিকমতো খেতে পারতোনা। কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলো মহিম। আর খুব ভালো একজন ছেলে ছিলো ও।

আমি পরীক্ষা শেষ করে ওর বাড়িতে গেলাম। বাড়িতে পেলাম না। বাড়ির পাশেই বিশাল নদী। নদী ঘেষে বিশাল খেলার মাঠ। আমি জানি মহিমকে এখন কোথায় পাওয়া যাবে। গেলাম। গিয়ে দেখি, ও নদীর গাঁ ঘেষে বসে আছে, চোখে তখনো অশ্রু টলোমলো, কাঁদছে ও। ভালো ছাত্র, টাকার অভাবে পরীক্ষা দিতে পারেনি বলে!

কিছুক্ষণ আগে পত্রিকায় দেখলাম, ফরিদপুরে নবম শ্রেণীর এক ছাত্রী রেজিস্ট্রেশন ফি দিতে পারেনি। টাকার বড় অভাব তাদের। সব বান্ধবীরা ফি দিয়ে ফেলেছে। ও পারেনি। ফি দিতে না পাওয়ায় কোন্ টিচার যেনো কি বলেছে। লজ্জায়, ক্ষোভে বেচারি এই টাকার দুনিয়া থেকে চলে গেলো।

গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছে অভিমানী, দুঃখী মেয়েটা।

বন্ধু মহিমের কথা মনে পড়ছে খুব এখন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


অনেক ইডিয়টই স্কুল কলেজে শিক্ষক হিসেবে ঢুকে পড়েছে।

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:১৩

গালিব আফসারৗ বলেছেন: আর এই ইডিয়টদের কারণে নষ্ট হচ্ছে অনেক শিক্ষার্থীর পড়াশোনা এমনকি মুল্যবান জীবন!

২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


বর্তমানে প্রতি থানায় এডুকেশন অফিসার আছে, ওরা ফি ইত্যাদির ব্যবস্হা করতে পারে; মানুষ জানে না

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:২৩

গালিব আফসারৗ বলেছেন: সত্যিই কি? আমি নিজেই জানিনা এ সম্পর্কে

৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বর্তমানে বাংলাদেশে কেউ নবম শ্রেণির পরীক্ষার ফি দিতে না পেরে আত্মহত্যা করছে এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং অবিশ্বাস্য! বিশ্বাস করতে আসলেই কষ্ট হচ্ছে।

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:২৬

গালিব আফসারৗ বলেছেন: আত্মহত্যার ঘটনা না ঘটলেও এরকম ফি দিতে না পেরে পরীক্ষা দিতে পারছেনা এমন ঘটনা অনেক ঘটছে।
তোমার জন্য লজ্জা হে বাংলাদেশ!

৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:২৯

সৈয়দ ইসলাম বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
অনেক ইডিয়টই স্কুল কলেজে শিক্ষক হিসেবে ঢুকে পড়েছে।


শিক্ষাপ্রতিষ্ঠানে যখন ঘুষের সাহায্যে শিক্ষক নিয়োগ দেয়া হবে তখন এই ঘুষখোর শিক্ষকেরা কি নৈতিকতাই বা দেখাবে!

দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখন পুঁজিবাদী শিক্ষাব্যবস্থায় রূপ নিয়েছে।



আজ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) "এডিটিং করা গর্জন আর কত দিন! আসুন এক সাথে গর্জি, অত্যন্ত দেশের জন্য কিছু করি।" শিরোনামে একটি ব্লগ লেখেছেন। ঐটা পড়তে পারেন!


ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

গালিব আফসারৗ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

লেখাটা পড়লাম।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:৩৫

Sahinuzzaman বলেছেন: মানুষ মানুষের জন্য,,প্রিয় চিচার হয়ে গেছে চিটার,মনে নাই তার মানবতা,ভুলে গেছে সেই মহান বাণী,আজ। সব বইয়ের পাতায় মোড়া,আয়রে দুনিয়া

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

গালিব আফসারৗ বলেছেন: এ দুনিয়া টাকায় মোড়া, টাকা ছাড়া কিচ্ছু নাই /:)

৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৩১

আবু তালেব শেখ বলেছেন: এই ফিসের টাকাটা দিয়ে কি করে?

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৫৩

গালিব আফসারৗ বলেছেন: স্কুল ফান্ড আর আনুষঙ্গিক খরচের নামে শিক্ষকদের পকেট ভর্তি হয় এই টাকায়।

৭| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেকারত্ব গুছাতে ঘুষ দিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে নিচ্ছে অনেক। তাদের কাছে ব্যবসা আর শিক্ষকতারর কোনো ফারাক নাই।

দুঃখজনক ঘটনা।

৮| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: আহারে ----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.