নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সুন্দর চিরঞ্জীব

এম.এ.জি তালুকদার

আমি একজন গৈ-গেরামের সাধারণ মানুষ

এম.এ.জি তালুকদার › বিস্তারিত পোস্টঃ

সুকুমার রায়ের একটি কবিতা “কি ‍মুশকিল”

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

আজ আমি আমার নিজের কয়েকটি লেখা পোস্ট করা নিয়ে খুবই দ্বিধাগ্রস্থ ছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম আমার নয়,প্রখাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের একটি ছড়া পোস্ট দিব। আমি এমন কেউ নই যে আমার লেখা ছাড়া এই ব্লগ পানসে হয়ে যাবে। এ মহৎ কম্ম উদ্ধারের জন্য অনেকেই আছেন। অত:পর আমার সিদ্ধান্তের ফলাফল- সুকুমার রায়ের লেখা নিম্নের কবিতাখানি------


সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত,
সরকারী সব আফিসখানার কোন সাহেবের কদর কত।
কেমন ক’রে চাটনি বানায়,কেমন ক’রে পোলাও করে,
হরেক রকমমুষ্টিযোগের বিধান লিখছে ফলাও ক’রে।
সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দাকেতা,
পূজা পার্বণ তিথির হিসাব শ্রাদ্ধবিধি লিখছে হেথা।
সব লিখছে, কেবল দেখ পাচ্ছিনেকো লেখা কোথায়-
পাগলা ষাঁড়ে করলে তাড়া কেমন ক’রে ঠেকাব তায়!

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: বাহ, চমৎকার কবিতা। সুকুমার রায়ের এ কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
কবিতাটি কি এটুকুই, নাকি আরেকটু বড় ছিল? ওনার কবিতা তো সাধারণতঃ আরও বড় হয়ে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.