নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রকাশিত......

সপ্নহীন এক যুবরাজ

তুমি যেখানেই যাও,যা-ই করো, আমি সেখানেই তোমার জন্য অপেক্ষা করবো,অপেক্ষায় থাকবে টকটকে লাল গোলাপ,যেদিন আসবে সেদিন একাকি, বিষন্নতা জীবন থেকে মুক্তি পাবে ! অপূর্ণ সপ্ন,আশাগুলো পাবে পূর্ণতা, সেদিন তোমার প্রিয় কথাগুলো শুনবো,সেদিন তোমাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো ! দুটি রংঙের ঘুড়ি হয়ে এক আকাশে উড়বো,আকাশ ছোয়া ভালোবাসা দিবো তোমায়, আছি সেদিনের অপেক্ষায়.....!!

সপ্নহীন এক যুবরাজ › বিস্তারিত পোস্টঃ

নিঃস্ব !!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬




আমার একটা গোলাপ ছিলো ! গোলাপটি যখন কলি হয়েছিলো সেই তখন থেকে তাকে খুব যত্ন করে রেখেছিলাম যতক্ষন না গোলাপটি ফুটে ! দেখতে অন্যান্য গোলাপের মতো সুন্দর না হলেও গোলাপ গোলাপই ! এর সুবাস আমাকে অজানা ভালোলাগায় আচ্ছন্ন করতো ! এর মসৃন পাপড়ি স্পর্শ করে আমি বিমোহিত হতাম ! দেখতে দেখতে গোলাপটি একদিন সম্পূর্নরুপে প্রস্ফুটিত হলো ! এবার এর সুবাস শুধু আমি না,অন্য আরো অনেকে উপভোগ করতে চাইলো ! আমি না করলামনা ! ফুলের সৌন্দর্য উপভোগ করার অধিকার সবার আছে ! আর ফুলের ধর্ম হচ্ছে নিজের সৌন্দর্য দিয়ে অন্যকে মোহিত করা ! এতে আমার আপত্তি করার কিইবা আছে ? দূর থেকে ফুলের সৌন্দর্য উপভোগ করে কেউ যদি আনন্দ পায় সেটা আমার গোলাপেরই কৃতিত্ব ! ভুলটা এখানেই করলাম ! আমি ভুলে গিয়েছিলাম যে গোলাপ কে ভালোবেসে কেউ কেউ সেটি নিজের করে পেতে চায়,তারপর একদিন প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে নরদমায় ফেলে দেয় ! গোলাপটিকে তার আপন জীবন যেখানে তার বড়ো হওয়া যেখানে না থাকলে তার সুবাস থাকবেনা সেখান থেকে বিচ্ছিন্ন হবার পর একদিন তার সব রুপ-সৌন্দর্য-সুবাস যখন হারায় সেদিন তাকে তার ভালোবাসার মানুষটি তাকে নরদমায় ফেলে দেয় ! ভুলটা এখানেই করলাম ! হটাৎ করে একদিন কেউ একজন আমার গোলাপটা দুমরে মুচরে ক্ষত-বিক্ষত করে চলে গেলো ! তার ক্ষত-বিক্ষত দেহটা দেখে আমার দুই চোখ জুড়ে স্রাবনের বর্ষন হলো ! এরপরেও বিবর্ন এ গোলাপটাকে আমি নতুন প্রান দিতে চাইলাম ! বললাম, তুমি আমার কাছে ঠিক আগের মতই আছো ! এখনো ঠিক সেদিনের মতো তোমার সুবাস আমি পাচ্ছি ! তুমি গতকাল যেমন ছিলে,আজো তেমন আছো এবং ভবিষ্যতেও থাকবে ! এতো কিছুর পরেও গোলাপ কি পাবে তার হারানো সুবাস-সৌন্দর্য ? সে কি ফিরে পাবে তার সেই রুপ যে রুপে সবাই তার প্রতি আকৃষ্ট হতো ? যে তার রুপ-সৌন্দর্য-সুবাস নষ্ট করেছে সে কি বুজবে সে কতটা নীচ ? সে কি বুজবে সে গোলাপের কতটা ক্ষতি করেছে ? যারা এসব করে তারা কি সত্যি জানে ভালোবাসা কি ? তারা কি যানে ভালোবাসা কাকে বলে ? বিস্ময়ের ধাক্কা পুরোপুরি কাটার আগেই বুজতে পারলাম এই গোলাপকে রক্ষা করতে না পারার যন্ত্রনায় আজ আমি নিঃস্ব-অসহায় ! বহন করে বেড়াচ্ছি তার সুবাসিতো সুখস্মৃতি, হয়তো এভাবেই চলে যাবে অনাগত দিনগুলো !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.