নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

গজবনগর

০৭ ই মার্চ, ২০২০ সকাল ১১:২১

বোকা কাকদের মত
পংগপালের মত
মরছি প্রতিদিন
উলটো ঝুলে তারে

মায়ায় চোখটা বাধা
ইচ্ছে সুতোও কাটা
কাটছে মোটা ইদুর
রাষ্ট্র নামের খাতা

আমার আকাশ কালো
তাই রঙিন চশমা চোখে
দেখি রাজার টাকশালে
বসে দর্গার দরবেশে

আমার পূর্ব পিতা
মেঘের দেশে কাঁদে
তার সাদা পাঞ্জাবি
কেউ নোংরা বাজারে বেচে

আমার রাজপথে
চলে জল কামানের খেলা
কচি শিশুদের বুকেও
পিষে শাহাজাহানের ঘোড়া

আমার শহর জুড়ে
অন্ধ বধির বোবা!
হাতের মুঠোয় গাজা
খেলেই নাকি রাজা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসুলভ উপস্থাপন

২| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: গাজা খেয়ে রাজা হবার শখ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.