নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

হাসপাতালের ইমার্জেন্সি ফেলে চেয়ারম্যানকে দেখতে না যাওয়ায় চিকিৎসক লাঞ্চিত

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৯

হাসপাতালের ইমার্জেন্সি ফেলে চেয়ারম্যানকে দেখতে না যাওয়ায় চিকিৎসক লাঞ্চিত

আমি ৩৯ বিসিএস এ নিয়োগপ্রাপ্ত একজন মেডিকেল অফিসার । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিরাই , সুনামগঞ্জ এ কর্মরত। আজকে সকালে ইমার্জেন্সিতে ডিউটিতে থাকাকালীন সকাল ৬.২০-৬.৩০ র দিকে একজন " রাজিব " নামে একজন এসে বলল , তার সাথে বাসায় যেতে হবে উপজেলা চেয়ারম্যান অসুস্থ। সে উপজেলা চেয়ারম্যানের ভাগিনা৷ আমি বললাম , আমি ইমার্জেন্সিতে ডিউটিতে, বাসায় যেতে পারব না৷ ইমারজেন্সি খালি রেখে যাওয়া যাবে না৷ উনাদের UHFPO স্যারের সাথে যোগাযোগ করতে বললাম। সে তখন চলে গেল৷ একটু পরেই রাজিব সহ আরো দুই জন আসল ,,, এদের একজন চেয়ারম্যান সাহেবের ছেলে আর একজন ভাই , এরা এসেই আমাকে গালাগালি শুরু করেছে ,, বালের ডাক্তার , দুই পয়সার ডাক্তার , থাবড়িয়ে গাল লাল করে ফেলব , রাস্তায় নিয়ে পিঠাব ,, ইমারজেন্সির চেয়ার লাথি দিয়ে ফেলে দিল একজন , আরেকজন মসজিদের দান বাক্স টেবিলে বাড়ি দিয়ে বলল , এটা আমার মাথায় মারবে পরেরবার৷
এরকম করে ১৫-২০ মিনিট গালিগালাজ করার পর UHFPO স্যার সহ আমার কলিগরা আসে। এই তিনজন তাদেরকেও গালিগালাজ করে৷ তারপর UHFPO স্যার এদের সাথে একজন ডাক্তারকে বাসায় পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেন৷

এখন কথা হল , আমি ইমারজেন্সি ছেড়ে যেতে পারতাম , কিন্তু তখন যদি একজন শ্বাসকষ্টের রোগী আসতেন , তখন ইমারজেন্সিতে কে রোগী দেখত , চেয়ারম্যান সাহেবের ভাই , ছেলে আর ভাগিনা ??? আমি যাইনি , তাই উনারা হুমকি দিয়েছেন৷ এই মহামারীর সময়ে আমরা একটু ঝুঁকি নিয়ে কাজ করছি , এর মাঝে এই রকম হুমকি , গালাগালি শুনলে আর কাজ করতে ইচ্ছে করে না৷ তখন মনে হয় ,,, এদেশে সবচেয়ে বড় পাপ ক্ষমতাশালী না হওয়া , দ্বিতীয় পাপ ডাক্তার হওয়া৷

তবে এর কোন বিচার নাহলে ,,, আমি আর কোন রোগী দেখব না৷ It’s loud and clear.

ডা. স্বপন সরকার

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চেয়ারম্যানের ভাগিনা, ভাই ও ছেলেকে থাবড়িয়ে গাল লাল করা উচিৎ ছিল।

২| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৭

বিষাদ সময় বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। এ দেশ হচ্ছে জোর জার মুল্লুক তার। তবে সব ডাক্তাররা যদি আন্তরিক ও সৎ ভাবে রুগীর সেবা দিতেন তবে এ রকম অবস্থা করে সহজে কেউ পার পেতেন না। সাধারণ মানুষের কাছে এক সময় ঈশ্বর এর পর ডাক্তারদের স্থান ছিল। কিন্তু ডাক্তাররা তাদের কর্ম দ্বারা তাদের নিজেদেরকে মানুষের পর্যায়ে নামিয়ে এনেছেন।
কিছু মনে করবেন না রুগী হিসাবে ডাক্তারদের কাছে গিয়ে নানা সময়ে দুর্ব্যবহার পেয়ে এ কথা গুলো বলতে বাধ্য হলাম।

তবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর বিচার দাবী করি। শান্ত থাকুন মানুষের দরবারে তাদের যদি বিচার না ও হয়, নিশ্চয় আপনার উত্তম এবং তাদের অধম কাজের প্রতিদান ঈশ্বর দিবেন।

৩| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১০

নেওয়াজ আলি বলেছেন:

৪| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৭

আকন বিডি বলেছেন: এগুলাতো নিয়মিত ঘটনা, এর চেয়ে খুব খারাপ অবস্থা হয়। হাত ভাংগা, পা ভাংগা, চাঁদা চাওয়া, নিয়মিত নাজেহাল করা। এগুলা চলবে।

৫| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিডিয়াতে প্রচারের চেষ্টা করেন।

৬| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: এরক ঘটনা আমাদের দেশে খুব ঘটে।

৭| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৩

ঢাবিয়ান বলেছেন: ঐ চেয়ারম্যান ও তার ভাগিনারে ধরে এই মুহুর্তে রিমান্ডে নেয়ার প্রয়োজন । আশা করি এই বিষয়টি গনমাধ্য্যমে আসবে ।

৮| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১০

নীল আকাশ বলেছেন: হারামজাদা'গুলিকে গুলি করে মেরে ফেলা উচিত। এরাই দেশটাকে নষ্ট করে ফেলছে।

৯| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২২

ক্ষুদ্র খাদেম বলেছেন: এরপরেও আমার সোনার বাংলাদেশ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.