নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

আপনার সন্তান কি খুব মেধাবী? তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৯

আপনার সন্তান কি খুব মেধাবী? তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সন্তান সম্ভবা নারী চিকিৎসক পায়ে হেটে কুয়েত মৈত্রী হাসপাতালে দায়িত্ব পালন করতে যাচ্ছে (ফারজানা রূপা, একাত্তর টিভি, ১৩/৪/২০)। অবশেষে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে তাকে বিশ্রাম দিয়েছে! যদিও তিনি দায়িত্ব পালনে অস্বীকার করেননি।

এই রাষ্ট্র মেধাবীদের গাড়ি সুবিধা দেয় না, রাষ্ট্রের গাড়ি ও তেলের মূল্য কারও বেলায় আবার অনেক মূল্য! করোনা পরিস্থিতিতে উপজেলায় চিকিৎসকদের এম্বুলেন্স ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে, অথচ স্থানীয় কর্তৃপক্ষ চিকিৎসকদের কাছে তেল ও ভাড়া দাবি করার অভিযোগ আসতেছে। 'লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে' ইহা আংশিক সত্য। বিএসএমএমইউ'র এনাটমি বিভাগের চেয়ারম্যান অসম্ভব জ্ঞানী গুণী অধ্যাপক মানজার-এ-শামীম স্যারকে যখন পাবলিক বাসে চড়তে দেখি তখন মনে পড়ে কত বড় ধোকামূলক প্রবাদ রচিত হয়েছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি নতুন করে সন্তানের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করুন। খোঁজ নিন এই রাষ্ট্র কোন বিভাগের কর্মচারীদের জামাই আদরে রাখে, চোখ বন্ধ করে তাদের সেই বিষয়ে উদ্বুদ্ধ করুন।
৩৯ তম বিসিএস চিকিৎসক ডা. স্বপন সরকারের চাকুরির ৪ মাসে অনুধাবন:

এদেশে ক্ষমতাশালী না হওয়া অপরাধ,
দ্বিতীয় অপরাধ ডাক্তার হওয়া।
(এই ভদ্রলোক ইমারজেন্সিতে জরুরি রোগী ফেলে চেয়ারম্যান সাহেবকে দেখতে যান নাই, তাই ভদ্রলোকের চেয়ার লাথি দিয়ে ফেলে দিয়ে)

তাই তো দেখি ছুঁচো পাতি মাস্তান বা পাতি নেতাও হাসপাতালে মাস্তানি করে যায়। জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে মেরে যায় অসদোপায়ী টেন্ডারবাজদের পালিত মাস্তানরা। এই দূর্যোগেও পাতি নেতারা লাইমলাইটে আসার জন্য ডাক্তার নার্স বিরোধী ফেবু পোস্ট দিচ্ছে, নির্বাহী বিভাগ নির্বিকার। অথচ নির্দিষ্ট বিভাগের বিরুদ্ধে পোস্ট দিলে ঠিকই খড়গ হস্তে মূর্তিমান হতেন।

আমরা নিজেদের শিক্ষিত দাবী করি, কিন্তু এই বিষয়ে কথা বলি না।
আমরা কথা বলি না স্বাস্থ মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক সেচ্ছাচারিতা, অযোগ্যতার।

দিন শেষে আমাদের সামনে কুলের বলদ' স্বাস্থ কর্মী' দের ঝুলিয়ে দেয়া হয়, আমরা নখ,দাত নিয়ে ঝাপিয়ে পড়ি!!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৪

নতুন বলেছেন: এখনো দেশে মানুষ অতীতের অসভ্য মানুষের মতন ঢাল সড়কি,লাঠি নিয়ে যুদ্ধ করে, পা কেটে নিয়ে মিছিল করে। রাস্তায় মানুষ কাতরালেও এগিয়ে আসেনা।

সমাজের বড় একটা অংশ এখনো অশিক্ষিত ( সাটিফিটেকের কমতি নেই) তাই পেশি শক্তি দেখাতে কারুর লজ্জা লাগেনা।

তাই ডাক্তারের গায়ে হাত দিতে মানুষের লজ্জা লাগেনা।

সময় লাগবে তবে আলো আসবেই।

২| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

ঢাবিয়ান বলেছেন: এই দুঃসময়ে আমাদের দেশে অধিকাংংশ ডাক্তার যেখানে ঘরে বসে আছে সেখানে যেসব ডাক্তার নার্স, স্বাস্থকর্মী জীবনের ঝুকি নিয়ে কাজ করছে , তাদের এই ঋন কি শোধ হবার ? রাস্ট্রীর সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়া এদের অধিকার । অথচ বিনিময়ে ডাক্তার লাঞ্ছিত হচ্ছে, সরকারী হাস্পাতালে কর্মরত ডাক্তার নার্সদের বিরুদ্ধে পোস্ট দেয়া হচ্ছে !! [

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১

নেওয়াজ আলি বলেছেন: আমরা আর কবে সভ্য হবো। মানুষ হবো

৪| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৯

রাজীব নুর বলেছেন: মেধাবি আর যোগ্যতা দুটা আলাদা শব্দ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.