নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) › বিস্তারিত পোস্টঃ

আজ কোন বিশ্লেষণধর্মী লেখা নয়, একজন অ- কবির কবি হবার সাধ নিয়ে কবিতা :D

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

কবিতা- কবি হবার সাধ :D
মাহফুজ আলআমিন

কবি হবার সাধে আমি রেখেছিলাম চুল
যেমনি করে রেখেছিলেন রবীন্দ্র, নজরুল
লিখার তরে লিখেছিলাম ছন্দ কতশত
গদ্যেও তবু পদ্য লিখেছি গুণ দাদুর ই মত

তাদের মত লিখেছি যত হয়েছে সব ছাইপাঁশ
কবির মত হয়নি কিছুই, পেয়েছি শুধু উপহাস!
হয়ে সন্ন্যাসী, শব্দবিন্ন্যাসি, ছেড়েছিলাম ঘর
কবি আমি হবই হবো, হোক না সব ই পর

পর করিয়া, ঘর ছাড়িয়া হয়নি তবু কাজ
কল্পনাতে দিন কাটিয়েও ভাঙ্গেনি মিথ্যে লাজ
হন্তদন্ত এদিক সেদিক যেদিক ফিরেই তাকাই
কবি রাজ্যে চোখের লাজ যে স্বপ্ন মিশে আঁকাই

যতই আঁকাই, যতই তাকাই, মিটেনি মনের সাধ
অবশেষে প্রেম করিলাম, বিরহের ভাঙ্গুক বাঁধ
এবার তবে ছেঁকা খেয়ে, হতেও পারি কবি
সবাই দিলো বাহবা সেদিন, হবি তুই ই হবি!

এই চেষ্টাও বৃথা গেলো, জীবন হলো পানসে
প্রেম ও আমার করা হলো না, ভাঙ্গায়নি অভিমান সে
অবশেষে ফুরোলো যেদিন কবি হবার সাধ
স্বপ্নযোগে দেখলাম আমি অদ্ভুদ এক প্রশ্ন ফাঁদ

ফাঁদ ভেদিয়া, চক্ষু দিয়া দেখিলাম কবিদের মেলা
আমায় দেখে বললো তারা, করেছো তুমি কবিত্বের অবহেলা
কবি হবার আগে মানুষ হতে হয়, আজও তুমি বোঝো নি?
কতশত পথ খুঁজেছ, মনুষ্যত্বের পথ খোঁজ নি!

স্বপ্ন ভেঙে স্বচ্ছ হলো কবি, কাব্যের প্রতিচ্ছবি
মানুষ ই আদৌ হতে পারিনি, কেমনে হবো কবি!
মানুষ ই আদৌ হতে পারিনি, কেমনে হবো কবি!

- ১০/১০/২০১৫

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২১

মাহফুজ ই এলাহী জামি বলেছেন: অসাধারণ ভাই......

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা :D

২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

নাবিক সিনবাদ বলেছেন:

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন:

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: বেশ মজার

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: ধন্যবাদ :)

৫| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

তবে মানুষ হওয়া কঠিন নাকি কবি হওয়া? আমি বলবো কবিরা মানুষের মত মানুষ হোক । :)

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: ইহা দৃষ্টিভঙ্গির ব্যাপারে ভিন্নতা পোষণ করতে পারে। মানুষের মত মানুষ হলে কবি হতে হয়না, কিন্তু কবি হলেও প্রকৃত মানুষ হওয়া যায়না! আমার দৃষ্টিতে মানুষ হওয়াই বেশি কঠিন, কবি হওয়ার চেয়ে। তবে ঠিক বলেছেন, কবিদের মানুষের মত মানুষ হওয়া প্রয়োজন।

৬| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

সুজন চন্দ্র পাল বলেছেন: উপহাস কবি। নিজেকে উপহাস করতে পারলে , মানুষ সহজে হওয়া যায় বটে। B-)

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: হুম, ঠিক বলেছেন বটে। তাইতো সেই চেষ্টায় আছি...

৭| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০২

শাহাদাত হোসেন বলেছেন: মনোমুগ্ধকর ।অসাধারণ হইছে ।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২০

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: ধন্যবাদ :)

৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা। ভাল লেগেছে ।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৫

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা :)

৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪

ফুল বানু বলেছেন: প্রকাশ ভংগি ভালো তবে ছন্দপতনের কারণে সৌন্দর্য্যের কিছুটা হানি হয়েছে , যাই হোক চালিয়ে যান বন্ধু ।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: আপনার মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ :)

১০| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

খেয়ালি দুপুর বলেছেন: "কবি হবার আগে মানুষ হতে হয়, আজও তুমি বোঝো নি?
কতশত পথ খুঁজেছ, মনুষ্যত্বের পথ খোঁজ নি!"

লেখা চালিয়ে যান। মজার কবিতা। ভাল হয়েছে। শুভকামনা নিরন্তর।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: ধন্যবাদ, আপনাদের ভালো লাগায় আমার লেখার সার্থকতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.