নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) › বিস্তারিত পোস্টঃ

ভাবিয়ে তোলে!

২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৩

আই সি সির দুর্নীতি= ভারত কে রেন্ডিয়া ডেকে, গালাগাল দিয়ে, যা খুশি তা বলে রাগ ঝেড়ে ঘৃণা প্রকাশ...

অন্যদিকে, লুঙ্গী ড্যান্স থেকে শুরু করে যাবতীয় ভারতীয় গান, সিনেমা, নাটক, প্রোডাক্ট ছাড়া জীবন যেনো তাদের চলেই না!

এমন দ্বিমুখী জাতির ঘৃণা প্রকাশের ভঙ্গি বড্ড বেশি ভাবিয়ে তোলে অজ্ঞান করে দেয়!

খেলার সাথে দেশপ্রেম, রাজনীতি কত কিছুই মেশালেন, শুধু সংস্কৃতির কু প্রভাব টা নিজের বগলদাবা করে রাখলেন! এমন হিপোক্রিসি দিয়ে জাতি কি করিবে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কেবল তো খেলা থেকে শুরু হল এর পর তাদের আর কিছুই বাংলাদেশের জনগন গ্রহন করবে না

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: আর দেরি কেনো? এখন থেকেই বর্জন শুরু হোক। এভাবে করবো করবো বলে আর কতদিন বসে থাকবেন? আমি বহু আগেই ছেড়েছি।

২| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৬

বিপরীত বাক বলেছেন: বেসলেস জাতি একটা। ভন্ড, দ্বিমুখী, মিথ্যুক, প্রতারক জাতি।

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: বড় লজ্জিত বোধ করি এই জাতির এক অংশ হিসেবে !!

৩| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৭

ফাহিম আবু বলেছেন: খেলার সাথে দেশপ্রেম, রাজনীতি কত কিছুই মেশালেন, শুধু সংস্কৃতির কু প্রভাব টা নিজের বগলদাবা করে রাখলেন! এমন হিপোক্রিসি দিয়ে জাতি কি করিবে!
আমরা এমনই এক জাতি যারা ক্রিকেট নিয়ে কি সে আবেগ !! সবাই যেভাবে প্রতিবাদ করছে , তার সিকিভাগও যদি সিমান্ত হত্যা বন্ধে ,ফেলানিদের মেরে লাশ ঝুলিয়ে দেয়ার বিরুদ্ধে ,কিংবা রাজকোষাগার লুন্ঠনের বিরুদ্ধে, শেয়ার ব্যবসা লোটপাট, বেসিক ব্যাংক, সরকারী সব ব্যাংক লোটপাটের বিরুদ্ধে, কুইকরেন্টালের নামে কুইকমানি লন্ডারিং এর বিরুদ্ধে কিংবা সুন্দরবন ধংসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতাম, তাহলে আমাদের দেশ উন্নয়নের অনেকদূর পথ পাডি দিতে পারত। কিন্তু আমাদের দূর্ভাগ্য যে ক্রিকেটের জন্য যেরকম ভালবাসা কাজ করে ,দেশের জন্য ততটুকু করে না । এছাডা আমাদের দেশপ্রেম হয়ে গেছে দিবসকেন্দ্রিক, যেমন ২১শে ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ই ডিসেম্বর ইত্যাদি ।

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: দিবস গুলো তো পুঁজিবাদীদের ব্যবসার মোক্ষম অস্ত্র- সব দিবস ই ভালোবাসা দিবস এ পরিণত হয়েছে। এদিকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল হবার পথে- সেদিকেও জাতির খবর নাই। তাদের মস্তিষ্ক শুধু ক্রিকেটের ২২ গজ ধূসর পিচ এ সীমাবদ্ধ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.