নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তবে

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫১

স্বাধীনতা তবে, কবির কাব্যের অন্তরালে মিথ্যে উপহাস !
স্বাধীনতা তবে, জ্বালাও পোড়াও রাজ্যে আমাদের বসবাস !
স্বাধীনতা তবে, দলাদলির রোষানলে নির্দোষ জনগণ পিষ্ট !
স্বাধীনতা তবে, স্বাধীন থেকেও পরাধীনতাই যেনো উৎকৃষ্ট !
স্বাধীনতা তবে, মাতৃভাষার নামে মিশ্রিত-ভাষ্য মুখের বুলি !
স্বাধীনতা তবে, হরতাল অবরোধের নামে নিরীহ মানুষের বুকে গুলি !
স্বাধীনতা তবে, পেট্রোল বোমার আঘাতে অনলে দগ্ধ দেহ !
স্বাধীনতা তবে, ছিন্নমূল মানুষের দিকে চোখ তুলে চাইবেনা কেহ !
স্বাধীনতা তবে, আপন স্বার্থ উদ্ধারে বিবেক বিক্রিত খেলা !
স্বাধীনতা তবে, আন্দোলন শেষে জাতীয় পতাকার পদপৃষ্ঠে অবহেলা !
স্বাধীনতা তবে, এই দল ঐ দল এর পাঁচ বছর করে চুক্তি !
স্বাধীনতা তবে, বিত্তবানদের এদেশ ছেড়ে চলে যাওয়াতেই যেনো মুক্তি !
স্বাধীনতা তবে, ২৬ শে মার্চে জাতীয় দিবস পালনেই সীমাবদ্ধ !
স্বাধীনতা তবে, আপন নীড়ে বসেই যেনো মনে হয় অবরুদ্ধ !
স্বাধীনতা তবে, তোমার আমার ইতিহাস- ইতিহাস খেলা !
স্বাধীনতা তবেই, পরাধীন থেকেও কতো স্বাধীন স্বপ্নের মেলা!

কাব্যগ্রন্থ- লুকোচুরির অন্তরালে
মাহফুজ আলআমিন

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৩

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: স্বাধীনতা আর কত বিক্রি হবে?

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: যতদিন চেতনাধারীদের চেতনা রবে!

২| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:২১

কানিজ রিনা বলেছেন: স্বাধীনতা মানে ব্যংকের টাকা হ্যাকার করা
স্বাধীনতা মানে মা বোনদের ইজ্জত খুবলে
খাওয়া। স্বাধীনতা মানে নারীরা বোরখা
ছারা রাস্তায় বের হতে ভয় পাওয়া।
চোর গুন্ডা বদমাইস মাতাল ব্যভিচার
দুরনীতিবাজে দেশ ভরে যাওয়া।

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৩

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: কবিতাটি এক বছর আগে প্রসঙ্গ কেন্দ্রিক লিখা। আপনি সমসাময়িক প্রসঙ্গ যুক্ত করেছেন। ভালো লাগলো

৩| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৪

শেখ ফরিদ ইসলাম বলেছেন: স্বাধীনতা এখন পরাধীনতার হাসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.