নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) › বিস্তারিত পোস্টঃ

সব ই চেতনার খেলা :p

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৩

কবিতা- চেতনা :v

ভয় পেয়েছি ভয় :o
জানেন ভাবী ছেলেপেলেরা কেমনে জঙ্গি হয়?

হঠাৎ করেই কেমন যেনো হয়ে যায় চুপচাপ!
নামাজ কালাম, জুব্বা টুপি হুজুর হুজুর ভাব!
কি জানি সব বই পড়ে, কাটে না আর দাড়ি!
রংচঙ্গা সব বন্ধুস্বজন সবার সাথেই আড়ি!
চিকনা করে লোকটা ঐ নাম যেনো কি নায়েক!
লেকচারে তার ডুবে থাকে, পিস মেকার শায়েখ!

সত্যি নাকি? কই পেয়েছেন বলেন দেখি ভাবী?
ছেলে আমার গত কয়দিন সেম টু সেম ভাব ই !!

গেছে ছেলে আপনার গেছে!
একাত্তর, প্রথম আলুরা এই খবরই বেচে
সেখান থেকেই করেছি ভাবী ব্রেইনগুলোকে শার্প
ওয়াশ হওয়া ছেলেপেলেদের চিনে ফেলি ধুপধাপ

-এখন তবে উপায়?
-জাগিয়ে ভাবী তুলতে হবে “চেতনা”র অভিপ্রায়

সকাল বিকাল কিরণমালা, রাতে ইষ্টিকুটুম
স্টার প্লাস আর জলসা দিয়ে সংস্কৃতির ধুম
বেশি বেশি সুশীল শো আর চেতনার চর্চা
লাগবেনা তো সময় বেশি, না অধিক খরচা!

আহ বাচালেন ভাবী
চেতনা ছেড়ে ছেলে আমার এবার কোথায় যাবি!!
বল এবার কোথায় যাবি!! :v

- ২০/৮/২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.