নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

একুশে বইমেলা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

১.

সহস্র পাপড়ীর গভীর থেকে বেরিয়ে এসেছো হে হলুদ সংহিতা কাটাছেড়া পুষ্পরেনুর হাতে পৌরানিক মিথ হয়ে। প্রেম হয়ে পৃথিবীর ও আগে এসেছো । খেজুর পাতার হাতে মরুর বালিকা সূর্যের নিদ হয়ে! সহস্রাব্দের শেষে টের পাই ডালিয়া হয়ে দুলে আছো লজ্জিতা!

টের পাও? কোথায় কখন জ্বলে আগুনের আঁচ!

দুরন্ত ধূসর রাতে পাখিদের নাচ মৃত হয়ে ঝোলে ঝালে উদর গভীরে। আছো। খুব করে আছো। চোখে আর রক্তের ধারা যে নদীতে স্বপ্নকে করেছে বিষন্ন প্রাচীন।

সকল অবিশ্বাসীর বুকে ছোরা গেঁথে দিয়ে খুব করে বেঁচে আছো সংহতি। দমে ধোঁয়ায় আর লালনের গানে স্বীকার করে নিয়েছো বিশ্বাস ফুরোলে বাঁচেনা মানুষ!







২.

তোমাদের চুমু সৃষ্টি করেছে সুগভীর ক্ষত নীল প্রনয়ের দাগ! তোমাদের চুমু ফুলে ওঠা ঢেউ মিছিলের সুর উপচানো শাহবাগ!



সাহসী তরুন বালক করুন তরুনীর স্লোগানে

শাহবাগ জেগে উঠছে দারুন বিপ্লবীতার গানে!



তোমাদের চোখে জমে থাকা জেদ না পাওয়া দাবীর রাগ

উপচে পড়ছে জনতার ঢেউ সাগরিকা শাহবাগ।



তোমাদের চুমু মাটির গভীরে সবুজের সুর প্রানে

ফাঁসির দাবীতে দীপ্ত আগুন স্লোগানে স্লোগানে।





অ:ট মেলা টানছে। খুব টানছে! ডাকছে আমাকে। সবুজ বোতাম এবং অন্যান্য পাওয়া যাচ্ছে মেলায় গত সপ্তাহ থেকে। মন পড়ে আছে মেলায়। আগামীকাল বই মেলায় সারাদিন থাকবো। ভাবতেই ভাল লাগছে। প্রচ্ছদটা আগের পোষ্টে দিতে পারিনি।/:)



মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

ফয়সাল হুদা বলেছেন:
সবুজ বোতাম এবং অন্যান্য
!!
শুভ কামনা কবি.....

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি বইটা সংগ্রহ করে মন্তব্য জানাবেন।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মুনসী১৬১২ বলেছেন: ২ নম্বরটা অসাধারণ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

দূর্যোধন বলেছেন: ঠিকাছে । অটোগ্রাফ দিয়েন ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

মাহী ফ্লোরা বলেছেন: ভাল আছেন? :)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

শহিদুল ইসলাম বলেছেন: সুন্দর প্রচ্ছদ !

শুভকামনা !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

রাতুল_শাহ বলেছেন: আপনার বইটা বন্ধুকে কিনতে বলেছিলাম। এখন সেটা কয়েকদিন পর হাতে পাবো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: বইটা হাতে পেলে জানিও কেমন লাগছে।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

জাকারিয়া মুবিন বলেছেন: আপনার কবিতাগুলো একটু কঠিন লাগে। কিছুটা জ্ঞানগর্ভ, পুরোটা বোধগম্য হয়না। অনেকটাই যায় মাথার উপর দিয়ে। তবুও কেন যেন টানে। শেখার চেষ্টা করছি আধুনিক কবিতা।

এটা আমার একান্তই ব‍্যাক্তিগত মতামত। কিছু মনে করবেন না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মাহী ফ্লোরা বলেছেন: আপনার একান্তই ব্যক্তিগত মত শুনে খুবই ভাল লাগছে।

অনেক ধন্যবাদ।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভকামনা।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

িনহাজ রিমন বলেছেন: শুভ কামনা রইলো আপু।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইলো।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

সায়েম মুন বলেছেন: সুন্দর দুটি কবিতা। শুভকামনা রইলো কবি। একটা বইয়ে অটোগ্রাফ দিয়ে রেখে যাইয়েন কিন্তু। সময় করে নিয়ে আসবো। #:-S

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

মাহী ফ্লোরা বলেছেন: বই নিয়া আপনিই রাজে চইলা আসেন। B:-/

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: তোমাদের চুমু সৃষ্টি করেছে সুগভীর ক্ষত নীল প্রনয়ের দাগ! তোমাদের চুমু ফুলে ওঠা ঢেউ মিছিলের সুর উপচানো শাহবাগ!

সুন্দর সুন্দর !!!

সবুজ বোতামের শুভকামনায় ... :D :D

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড! :)

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

আরজু পনি বলেছেন:

অন্যান্যবার বইমেলায় প্রায় প্রতিদিনই কোন না কোন ভাবে যাওয়া হতো...এবারেই যেন যাওয়া হচ্ছে না কেন জানি না :(

অভিনন্দন রইল, নাগাল পেলে বগলদাবা করার আশা রাখি :D

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

মাহী ফ্লোরা বলেছেন: আপু আশা করি বইটি সংগ্রহ করবেন। :)

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

সোহাগ সকাল বলেছেন: শুভ কামনা। সংগ্রহে রাখার চেষ্টা করবো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

মাহী ফ্লোরা বলেছেন: সংগ্রহ করেছেন আশা করি।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

আলম িসিিদ্দকী বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
সবুজ বোতাম ও অন্যান্য'র জন্য শুভকামনা।
ভালো থাকুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

মাহী ফ্লোরা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

নাঈম আহমেদ আকাশ বলেছেন: গতবার অটোগ্রাফ পাই নাই। । :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: এবারো পাবেন না। :(

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

কালীদাস বলেছেন: কবি দেখি বইয়ের ফটু দিয়া গায়েব!!
এইবারও বইমেলায় যাওয়া হয় নাই আমার :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: সময় কইরা একবার ঘুইরা আসলে পারতেন। :(

১৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

রেজওয়ান তানিম বলেছেন: বইয়ের জন্যে অভিনন্দন জানাই। আগের প্রচ্ছদই ভাল ছিল মনে হচ্ছে

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: accha! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.