নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেমত নদী

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

দ্বন্দ্ব তার উপেক্ষা বড় নির্মম এই সন্ধ্যায়। ক্রমাগত এক বিলীয়মান নদী। হাসতে থাকো। নদীর উপর নৌকো হয়ে। এই নদীটা সেইযে বই এর চিত্রা পাতায় বয়ে গেছে! দ্বন্দ্ব বড় ধন্দে আছে।

এই রে কাজল! নদীর চোখে কষ্ট ধোয়ার কাজ দিছে কে গাধার বাচ্চা কোন ধোপানী?

সন্ধ্যা কি আর সন্ধ্যা রইলো! ফাঁসির আদেশ গলায় ধরে চিকন্ত জলঢলের দাবী। নদীর বুকে এ দ্বন্দ্বেরা চিরটাকাল চৈতা ফাগুন। জাদুঘরী শিমুল পলাশ!

যারপরনায় এখন তখন বৃষ্টি ঝরে আর ঝরেনা। নদী বড় দস্যি মেয়ে। হাওয়া শীতল দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা কাটায়। বুলি বিদ্যা বৃষ্টি নামাও। হাস্যমুখি ঝাঁপখোলা এক চায়ের দোকান হাসাও ভাসাও!



যেতে যেতে বলি ওহে বিকেল বকুল ধরা হাতে ধরো ইচ্ছেমত নদী।

মন্তব্য ৪৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

ভুল উচ্ছাস বলেছেন: আপু মুক্ত গদ্য দারুন হয়েছে, আপু তুমি আসলেই বস। তোমার লেখা মুক্ত গদ্যে এই ব্লগে আর কোন আপু তোমার সাথে পারবে না। রক্স।


কিন্তু এভাবে ধারাবাহিকভাবে সাজাও কিভাবে? আমাকে একটু আইডিয়া দিবা? :)


০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

মাহী ফ্লোরা বলেছেন: আমি কবিতা লিখতে চাই। এসব কি হয়! ব্যাঙের ছাতা মুক্তফুক্ত গদ্য টদ্য! X(

২| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: মাহী ফ্লোরা ৩য় ভালো লাগা ।কেমন আছেন কবি?

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

মাহী ফ্লোরা বলেছেন: আমি ভাল আছি। আপনি?

অনেক দিন পর!

৩| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

shfikul বলেছেন: সুন্দর।

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৪| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

সায়েম মুন বলেছেন: লেখাটা পড়ার সময় সুন্দর কিছু দৃশ্যপট চোখে ভাসছে - এই নদীটা সেইযে বই এর চিত্রা পাতায় বয়ে গেছে!
অনেক ভাললাগা কবি!

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মাহী ফ্লোরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পাঠে। :)

৫| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯

ভুল উচ্ছাস বলেছেন: এতো সুন্দর একটা মুক্ত গদ্যকে এইভাবে অপমান? X((



এক্ষুনি আমার প্লাস ফেরত দাও। /:) /:)

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মাহী ফ্লোরা বলেছেন: হুহ একটা প্লাস দিয়া আবার ফুটানী। যান নিয়া যান আপনার পিলাস! X(( :-P

৬| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: আজ তবে কবিতার দিন
বসন্তের ছোয়ায় প্রানবন্ত সব কবি
তবে কি এটাই বুঝতে হবে
চারদিকে যখন রক্ত ঝরছে
রাজনীতির ধূম্রজাল আর বিষবাষ্পে
অবিশ্বাসের দোলায়
কবিতা গুলো হতাশা দূর করছে
নাকি দুঃখ ভরা দিনে
কবিতারা কবির মনে প্রশান্তির ছোয়া আনে্ ।


কবি আমি এই মুহুর্তে আমার শ্বাসপ্রশ্বাস কবিতা হয়ে যাচ্ছে ভালো থাকবেন।

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

কবিতায় থাকুন চিরদিন!

৭| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

শুকনোপাতা০০৭ বলেছেন: বাহ..অল্প কোথায় অনেক কথা বলে দিলে আপু :)

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মাহী ফ্লোরা বলেছেন: পাঠে ধন্যবাদ রইলো।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

গুরুজী বলেছেন: কিচ্ছু বুঝিলামনা

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

মাহী ফ্লোরা বলেছেন: oh! :(

৯| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

নস্টালজিক বলেছেন: ইচ্ছমত নদী



ইচ্ছেমত ফুল!

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: ইচ্ছেমত ফুল!
ইচ্ছেমত ফুল
দুচারটে বকুল!

১০| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মুনসী১৬১২ বলেছেন: ইচ্ছে দারুন

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

মাহী ফ্লোরা বলেছেন: তাই!

১১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। চিকন্ত জলঢলটা কী জানলে আরো ভালো লাগতো!

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: হামা কেমন আছেন? :)

১২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯

সোমহেপি বলেছেন: স্বরবৃত্ত ভাঙে মরমর শব্দে।

সুন্দর।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

মাহী ফ্লোরা বলেছেন: ভাংছে!

ধন্যবাদ!

১৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

ভুল উচ্ছাস বলেছেন: :( :( :(( :((

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: কান্নাকাটি কইরা কি আবার প্লাস দিয়া গেলেন? B-))

১৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চিকন্ত জলঢলের দাবী। জাদুঘরী শিমুল পলাশ।

এই শব্দ দুটো নতুন লাগলো। মানে কী আপু?

এই কথা গুলো কেমন লাগলো জানিয়েন-

অবশেষে তুমি বুঝে গেছ আমি রাত প্রহরী হয়েছি
আর আমার চোখের মনি হয়েছে রাত আঁধারের তারা।
যদি কোনোদিন এ আঁধারে, এই অনিশ্চয়তার পথে রাখো পা
আমি তোমার প্রহরী হবো- এ দুচোখ হবে আলোকবর্তীকা।


০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: অবশেষে তুমি বুঝে গেছ আমি রাত প্রহরী হয়েছি
আর আমার চোখের মনি হয়েছে রাত আঁধারের তারা।
যদি কোনোদিন এ আঁধারে, এই অনিশ্চয়তার পথে রাখো পা
আমি তোমার প্রহরী হবো- এ দুচোখ হবে আলোকবর্তীকা।


khub khub sundor!

১৫| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৪

আমি-টর্নেডো বলেছেন: ওয়াও ;)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: ;)

১৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

জাকারিয়া মুবিন বলেছেন: এই নদীটা সেইযে বই এর চিত্রা পাতায় বয়ে গেছে! দ্বন্দ্ব বড় ধন্দে আছে।

এই লাইনটা জটিল লাগসে..........

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: many thanks !

১৭| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

রেজোওয়ানা বলেছেন: ইচ্ছেমত নদী' লিখসো আর আমি গতকাল থেকে পড়ে যাচ্ছি ইছামতি নদী, মাথায় ইছামতি ঢুকে গেছে ইচ্ছে মত নদীর মতো!


এবারও বই মেলার দেখা হলো না, আশাকরি নেক্সট টাইম!!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: apu boita dekhechen amr? :(

১৮| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

িনহাজ রিমন বলেছেন: ভালো লাগা নাম্বার ১৩।
কেন দিলাম জানেন কারন আমি কিছুই বুঝি নাই আপু।
কেন যে এতো কঠিন করে লিখেন :( :(

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: ohhhhhhhhhh! :(

১৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

পেন্সিল চোর বলেছেন: :|| :||

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

মাহী ফ্লোরা বলেছেন: ki?

২১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যেতে যেতে বলি ওহে বিকেল বকুল ধরা হাতে ধরো ইচ্ছেমত নদী।'',,,,,,,,,,,,,,,হুমম,,,খুব সুন্দর,,,,,,,,,, অনেক দিন পর তোমার লেখা পড়া হলো আপুনি,,,লেখাটা পড়ে খুব ভাল লাগছে,,যেন অনেক দিন পর বৃষ্টি এল

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

মাহী ফ্লোরা বলেছেন: অনেকদিনপর বৃষ্টি এল! আহ.......

২২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: tamakey ashtei hobey...amar blogey

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা =p~

২৩| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: kobi apnar ichchhar biruddhey amar blogey ashtey baddho korechhi....jibontai amon ইচ্ছে ইচ্ছে খেলা.......তোমার ইচ্ছে আমার ইচ্ছে।ইচ্ছেমত নদী হলে সেখানে ব্যাপরাটা থেকেই যায় হয়তোবা অন্যকারো ইচ্ছেমত নদী নিজেই হতে বেশি ভালোলাগে। কবি ভালো থাকবেন সবসময়।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

মাহী ফ্লোরা বলেছেন: amar asole akhn temon kore blog e bosa hoina . tai sob somoy jete parina. likhe jan hat vore, suvokamona sarakhon.

২৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।
ভালো লেগেছে।
চিকন্ত মানে কী?

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: চিকন্ত মানে চিকন যা এরকম আর কি! /:)

২৫| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''' নদী বড় দস্যি মেয়ে। হাওয়া শীতল দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা কাটায়। বুলি বিদ্যা বৃষ্টি নামাও। হাস্যমুখি ঝাঁপখোলা এক চায়ের দোকান হাসাও ভাসাও! ''
বাব্বা ! কবিতো নয় যেন কবিতার কোন অটোম্যাটিক মেশিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.