নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

একটি আঁধার বিমূর্ত

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২

১.



প্রশ্নব্যাকুল উত্তরীয় বালক তোমায় আজকে কি দেই? একটি আঁধার বিমূর্ত আর একটি নেশার ছোবল! কি দেয়া যায় রাতের দ্রাক্ষা? জল মেশানো অনল? দাউদ বীণা সুরের চেয়ে বিষন্ন আর ভালো। উত্তরীয় বালক তোমার ভেজা চোখের আলো।



২.

শুনতে পাচ্ছো লাল দোপাটি মোরগফুলের ঝুটি?

আজকে থেকে বন্ধু হব

বন্ধু হব নদীর জলের

বিষন্নতার ছুটি!

শুনতে পাচ্ছো উড়নচন্ডী

দুষ্টু পথের বালক?

আজকে থেকে নদীর জলে

কেয়া পাতার নৌকো।

ভাসিয়ে হাতে চঞ্চলা রাগ

ক্যামন ছুটোছুটি!

শুনতে পাচ্ছো লাল দোপাটি

মোরগফুলের ঝুটি?

আজকে থেকে বন্ধু হব

বন্ধু হব পথের ধুলোর

নিত্য লুটোপুটি!

পাখির সাথে বন্ধু হব

বন্ধু হব রঙের

আজকে থেকে নীল গোলাপি

ঘুড়ি নানান ঢঙের

খুব ওড়াব মেঘের দেশে

শুনছো ময়না মাটি?

আজকে থেকে বন্ধু হব

বন্ধু হব শ্বেত কপোতের

দিগন্তে তাই হাঁটি।

শুনতে পাচ্ছো লাল দোপাটি

মোরগফুলের ঝুটি ।



৩.



চিঠিটা চিত্রা হরিনের মুখ হয়ে ছুটে গেল অরন্যে। সেই থেকে মেয়েটির কঠিন অসুখ!

ছেলেটি বুঝুক তার সাধ, স্বপ্নের কালো কালো বীজ। ভালবাসা বুনে দিয়ে যাক ধোঁয়া রং কফির মগে। অসুখে মেয়েটির ক্যানো য্যানো ঘুম থেকে উঠে আজ খুব ভাল লাগে।

কুয়াশা পিঠ ঘষে জানালার কাছে। দিনে তার চিত্রল মুখ মনে পড়ে, সে মুখ চুরি গেছে জলরতীমন

কতদিন কথা নেই চিঠি নেই কতদিন শীত নেই হৃদয়ের ওম! মেয়েটির চোখে আজ কতদিন নেই কাঁচা গোলাপের ঘুম!



-মাহী ফ্লোরা

মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: দারুনতো!!! অন্য রকম একটা ভালো লাগলো।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

শের শায়রী বলেছেন: নিবিড় একটা প্রশান্তি অনুভব করলাম

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে।

৩| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

বটবৃক্ষ~ বলেছেন: কতদিন কথা নেই চিঠি নেই কতদিন শীত নেই হৃদয়ের ওম! মেয়েটির চোখে আজ কতদিন নেই কাঁচা গোলাপের ঘুম!

:(:(:(:(:(:(

আমি ১ম হয়েছি!!!

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

নস্টালজিক বলেছেন:
শব্দ মায়াজাল!






তিনটা লেখাই সুন্দর!

মুগ্ধপাঠ!



শুভেচ্ছা, ফ্লোরা!


১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

মাহী ফ্লোরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

শুভ দুপুর!

৫| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

আহাদিল বলেছেন: খুব সুন্দর!
সবগুলো!

শুভকামনা, মাহী ফ্লোরা!!

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

কেমন আছেন?

৬| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বাংলাদেশী দালাল বলেছেন: অসাধারন, প্লাস

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

কয়েস সামী বলেছেন: ২ নং বেশি ভাল্লাগসে!

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৮| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

প্রত্যাবর্তন@ বলেছেন: +

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

মুনসী১৬১২ বলেছেন: দিওয়ানা

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: মাস্তানা! :!>

১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল্লাগলো।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

সায়েম মুন বলেছেন: শেষেরটা আগেও দিয়েছিলেন বোধয়!

সুন্দর! তিনটা তিন ধরনের।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: আবার পড়েন বারবার পড়েন। :#)

১২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

মামুন রশিদ বলেছেন: একটা প্রশান্তির আমেজ কিংবা বৃষ্টিস্নাত ঝিরঝিরে বিকেল ।



মুগ্ধ পাঠে ;)

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ ;)

১৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১২

হাসান মাহবুব বলেছেন: প্রথম দুইটা বেশি ভালো লাগলো। ছন্দকাব্য লেখা কঠিন বিষয়। শুধু ছন্দ থাকলে হবে না, শব্দগুলোও সুন্দর হতে হবে। আপনার লেখা সুন্দর। অতি সুন্দর।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: দারুন মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলৌ।

১৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক ভালো লাগলো, সবগুলোই।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৪

আশিক মাসুম বলেছেন: চোখে আজ কতদিন নেই কাঁচা গোলাপের ঘুম!


+++

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

হাসি .. বলেছেন: এক কথায় চমৎকার আপু


বিশেষ করে কবিতাটি বেশি ভাল লেগেছে


++

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

রেজোওয়ানা বলেছেন: চিঠিটা চিত্রা হরিনের মুখ হয়ে ছুটে গেল অরন্যে".......এটা বেশি ভাল লাগলো আমার কাছে।


আর বইটা এখনও পড়ে শেষ করতে পারি নাই :!>

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

মাহী ফ্লোরা বলেছেন: তাড়াহুড়ার কিছু নাই। ধীরে ধীরে পড়েন আপু। :#>

১৮| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

নেক্সাস বলেছেন: আপনার সাথে মালা রাগ করছি

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

মাহী ফ্লোরা বলেছেন: মালা বালা কানের দুল! /:)

১৯| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

লেখোয়াড় বলেছেন:
সুন্দর ঝকঝকে তকতকে লেখা।
+++++++++++++++

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে।

২০| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

মৃন্ময় বলেছেন: শুভেচ্ছা, ফ্লোরা!

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২১| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

নেক্সাস বলেছেন: ামি বলছি ম্যালা রাগ

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩

মাহী ফ্লোরা বলেছেন: হু আমি বুঝতে পারছি। কি করলে আপনার রাগ ভাংবে বলেন? :(

২২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩

সায়েম মুন বলেছেন: কবি এখন কপিপেষ্ট শুরু করছে। B:-/

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২

মাহী ফ্লোরা বলেছেন: হুহ :D

২৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

কামরুল হাসান শািহ বলেছেন: প্রথমটা বেশী ভালো লাগছে আউলা কবি

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৯

মাহী ফ্লোরা বলেছেন: থেঙকু B:-/

২৪| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

ইখতামিন বলেছেন:
অনেক অনেক ভালো লাগলো.

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯

আমিনুল ইসলাম বলেছেন: আমার মাথার উপর দিয়ে গেলো কেন? :-/

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭

মাহী ফ্লোরা বলেছেন: কেন গেল কেন?

২৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২ নং টা বুঝতে বেশি কষ্ট হয়নি । B-)

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫৮

মাহী ফ্লোরা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.